শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

বিচারপতিকে নিয়ে বিরূপ মন্তব্য, পৌর মেয়রকে তলব

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায় প্রসঙ্গে আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমকে নিয়ে বিরূপ মন্তব্য করায় দিনাজপুর পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলমকে তলব করেছেন আপিল বিভাগ।

গতকাল হাই কোর্টের চার আইনজীবী তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনলে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীসহ ছয় বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। আগামী ২৪ আগস্ট সকাল ৯টায় তাকে সশরীরে আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছেন আদালত।

একই সঙ্গে আপিল বিভাগে বিচারাধীন বিষয় নিয়ে বিরূপ মন্তব্য করায় তার বিরুদ্ধে কেন আদালত অবমাননার দায়ে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন সর্বোচ্চ আদালত। আদালত বলেন, খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী। তার বিরুদ্ধে রায় হয়েছে। সেই রায়ের বিরুদ্ধে আপিল করেছেন। ওই আপিল দেশের সর্বোচ্চ আদালতে বিচারাধীন। বিচারাধীন একটা বিষয়ে এভাবে রাস্তাঘাটে মন্তব্য করা, বক্তব্য দেওয়া সমীচীন নয়। গত ৩ আগস্ট দিনাজপুরের পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমের দেওয়া বক্তব্যের ঘটনায় তার বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য শফিক রায়হান শাওন, মাহফুজুর রহমান রোমানসহ চার আইনজীবী। আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক। এ সময় অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, আদালত ও বিচারপতি নিয়ে অশালীন ও আদালত অবমাননাকর বক্তব্য রাখায় সৈয়দ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত।

 

সর্বশেষ খবর