শনিবার, ১৯ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

বৃষ্টিতে হিমাচল প্রদেশে ৭৫ মৃত্যু ব্যাপক ক্ষয়ক্ষতি

প্রতিদিন ডেস্ক

ভারতের হিমাচল প্রদেশে ভারী বর্ষণ থেকে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৭৫ হয়েছে। উদ্ধারকর্মীরা শিমলার শিবমন্দির থেকে একজনের লাশ উদ্ধার করেছেন আর চাম্বায় আরও দুজন মারা গেছেন। এ বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সূত্র : স্টেটসম্যান, এনডিটিভি

গতকালের খবরে বলা হয়, বৃহস্পতিবার উদ্ধারকর্মীরা ভূমিধসে বিধ্বস্ত শিমলার শিবমন্দিরের ধ্বংসাবশেষ থেকে একটি লাশ উদ্ধার করে এবং একই দিন চাম্বায় আরও দুজন নিহত হয়েছেন। এ ছাড়া সামার হিলের শিবমন্দিরের ঘটনাসহ শিমলায় বড় ধরনের তিনটি ভূমিধসে ২১ জনের মৃত্যু হয়েছে। সামার হিলে বন্যায় রেললাইনের একটি অংশ ভেসে গেছে। এতে রেললাইনটি শূন্যে ঝুলে আছে। চলতি বর্ষা মৌসুম শুরুর পর থেকে গত ৫৫ দিনে হিমাচল রাজ্যে ১১৩টি ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে রাজ্যটির গণপূর্ত বিভাগের বিভিন্ন অবকাঠামোর ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ২,৪৯১ কোটি রুপি এবং ভারতের জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষের ক্ষতি দাঁড়িয়েছে ১০০০ কোটি রুপি।

সর্বশেষ খবর