শিরোনাম
শনিবার, ১৯ আগস্ট, ২০২৩ ০০:০০ টা
রাজশাহী বিশ্ববিদ্যালয়

প্রক্সিতে আসামি শিক্ষার্থী, অপহরণে ছাত্রলীগ নেতা

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২৩ সেশনে স্নাতক প্রথমবর্ষ ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ছাত্রলীগ নেতা মুশফিক তাহমিদ তন্ময়সহ চারজনের নামে মামলা হয়েছে। এ মামলায় আহসান হাবীব নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল নগরীর মতিহার থানায় এ মামলা হয়েছে বলে নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন।

এ কর্মকর্তা জানান, ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগ এনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মামলা করেছে। এ মামলায় আসামি আহসান হাবীবকে গ্রেফতার করা হয়েছে। বাকিদেরও গ্রেফতারের প্রক্রিয়া চলছে। মামলায় পলাতক আসামিরা হলেন- বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মুশফিক তাহমিদ তন্ময়, শেরে বাংলা হল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী শাকোয়ান সিদ্দিক প্রাঙ্গণ ও লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী মহিবুল মমিন সনেটসহ অজ্ঞাতনামা কয়েকজন। এদিকে ছেলেকে অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগ এনে একটি মামলা করেছেন আহসান হাবীবের মা রেহেনা বেগম ও বাবা সাইফুল ইসলাম। এ মামলায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মুশফিক তাহমিদ তন্ময়, প্রাঙ্গণ, সাকিব ও রাজুসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। গতকাল নগরীর মতিহার থানায় এ মামলা হয়েছে বলে নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন। মামলা সূত্রে জানা গেছে, প্রক্সি দিয়ে ভর্তি কারানোর শর্তে যে টাকা চুক্তি হয়, সেই টাকা পরিশোধ না করায় আসামিরা আহসান হাবীবকে তুলে নিয়ে মারধর ও মুক্তিপণ দাবি করে। টাকা না পেলে মেরে ফেলার হুমকি দেয়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা এজাহারে জানানো হয়।

সর্বশেষ খবর