রবিবার, ২০ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

ছাত্রদলের ছয় নেতা নিখোঁজ

অবস্থান জানতে চায় অ্যামনেস্টি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান শুক্রবার সকাল থেকে নিখোঁজ রয়েছেন বলে দাবি করেছে সংগঠনটি। এদিকে তাকে খুঁজতে গিয়ে নিখোঁজ হয়েছেন ছাত্রদলের আরও পাঁচ নেতা। নিখোঁজ নেতাদের মুক্তির দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। গতকাল এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম। বিবৃতিতে বলা হয়, গত শুক্রবার সকাল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসানের কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। ডিবি পুলিশ পরিচয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু অতি উৎসাহী সদস্য মমিনুল ইসলাম জিসানকে তুলে নিয়ে যায়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তার থাকার মতো সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ কারণে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি মো. হাসানুর রহমান, অমর একুশে হল শাখা ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল রিয়াদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবর ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক আরিফ বিল্লাহ একত্রে জিসানকে খুঁজতে তার বাসায় গেলে ডিবি পুলিশ তাদেরও ধরে নিয়ে যায়। এখন পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, এ সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর কতিপয় অতি উৎসাহী সদস্য দেশব্যাপী ছাত্রদলের নেতা-কর্মীদের গুম, বিচারবহির্ভূত হত্যা, গ্রেফতার ও শারীরিক নিপীড়ন চালিয়ে যাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর অতি উৎসাহী সদস্যদের এহেন ন্যক্কারজনক কর্মকাণ্ড থেকে বিরত থাকা এবং অনতিবিলম্বে নিখোঁজ নেতাদের সন্ধান দেওয়ার দাবি জানাচ্ছি।

অবস্থান জানতে চায় অ্যামনেস্টি : ছাত্রদলের ‘নিখোঁজ’ ছয় নেতার অবস্থান প্রকাশের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। গতকাল রাতে এক টুইট বার্তায় এ তাগিদ দেয় সংগঠনটি। সম্প্রতি রাজধানীর আজিমপুর এলাকা থেকে জাতীয়তাবাদী ছাত্রদলের ছয় নেতাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেছে বিএনপি।

সর্বশেষ খবর