শিরোনাম
সোমবার, ২১ আগস্ট, ২০২৩ ০০:০০ টা
সাঈদীর মৃত্যুতে শোক

ছাত্রলীগের আরও ৪৪ নেতা বহিষ্কার

প্রতিদিন ডেস্ক

মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদন্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় আরও ৪৪ নেতাকে বহিষ্কার করেছে ছাত্রলীগ। এর মধ্যে সিলেটে ১২ জন, লালমনিরহাটে ১৩ জন, সুনামগঞ্জে ১৫ জন ও ভোলায় চারজনকে বহিষ্কার করা হয়। কারণ হিসেবে সংগঠনের শৃঙ্খলা ও নীতি আদর্শ পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার কথা উল্লেখ করা হলেও দায়িত্বশীল নেতারা জানান, সাঈদীর পক্ষে লেখালেখি করায় তাদের বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া রাজবাড়ীর বালিয়াকান্দিতে সাঈদীর গায়েবানা জানাজায় অংশ নিয়ে সরকারবিরোধী বক্তব্য দেওয়ায় খোন্দকার মনির আযম মুন্নু নামে এক স্কুলশিক্ষককে কারণ দর্শানোর (শোকজ) নোটিস দেওয়া হয়েছে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো তথ্য। সিলেট : সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় ১২ নেতাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে সিলেট জেলা ছাত্রলীগ। তারা হলেন, গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রলীগের সহসভাপতি সাইদুল মুরসালিন ও যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের সহসম্পাদক জুবায়ের আহমেদ, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আবদুল কাইয়ুম ও সাংগঠনিক সম্পাদক রাশেদ আহমদ, কানাইঘাট উপজেলা ছাত্রলীগের সহসভাপতি সারোয়ার আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রুহুল আমীন, উপ-আপ্যায়ন সম্পাদক মাহফুজ আব্বাস, সাংস্কৃতিক সম্পাদক আবুল কালাম আজাদ, ধর্ম সম্পাদক মামুন আহমদ ও সহসম্পাদক মুর্শেদ আলম ও গোলাপগঞ্জ পৌরসভা ছাত্রলীগের সহসভাপতি এহসান আহমদ। সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করায় সুনামগঞ্জে ১৫ ছাত্রলীগ নেতাকে অব্যাহতি  সুনামগঞ্জ : সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করে স্ট্যাটাস দেওয়ায় সুনামগঞ্জে ১৫ ছাত্রলীগ নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তারা হলেন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবু তাহের নীরব, সজীবুল করিম সাদ্দাম, আকসার ইবনে আজিজ পাঠান, ধর্ম বিষয়ক সম্পাদক নূর মোহাম্মদ রুবেল, উপ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ফখরুল হাসান জেনিস, উপ কৃষি বিষয়ক সম্পাদক মাহিন আহমেদ লোকমান,  উপ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রবিউল আওয়াল, সহ সম্পাদক রিফাতুল হাসান হৃদয়, সদস্য এম এ মোক্তাদির আহমেদ, ছাতক উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শিপলু আহমেদ, জামালগঞ্জ উপজেলা ছাত্রলীগের সদস্য কাশেম পারভেজ জয়, তাহিরপুর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোজাম্মিল হক, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফর রহমান সোহাগ, মোহাম্মদ মোস্তফা ও দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফসার হাসান মুন্না।  লালমনিরহাট : সাঈদীর পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় লালমনিরহাটের ১৩ ছাত্রলীগের নেতাকে বহিষ্কার করা হয়েছে। তারা হলেন, কালীগঞ্জের চলবলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম সুমন, হাতীবান্ধার গড্ডিমারী ৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসান ভূঁইয়া, হাতীবান্ধার গোতামারী ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মোনাবেরুল হক মিশেল, কালীগঞ্জের উত্তরণ ডিগ্রি কলেজের কর্মী মামুনুর রশিদ লিওন খান, হাতীবান্ধার টংভাঙ্গা ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন হোসেন সাগর, সদরের মোগলহাট ইউনিয়নের সহ সভাপতি আমিনুল ইসলাম রানা, একই ইউনিয়নের আইন বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম রবিন, লালমনিরহাট পৌর শাখার ৪ নম্বর ওয়ার্ড সহ সভাপতি শ্রাবণ হোসেন, মোগলহাট ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম ইসলাম, লালমনিরহাট পৌর শাখার সদস্য ইসমাইল হোসেন আদর, পাটগ্রামের জোংড়া ইউনিয়নের সদস্য সহিদ, পাটগ্রাম পৌর শাখার ৭ নম্বর ওয়ার্ড সদস্য ইবনে রুসদ ও ও জোংডা ইউনিয়ন শাখার সহ-সভাপতি সহিদ হোসেন।

   ভোলা : সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাস ও মন্তব্য করায় ভোলায় ছাত্রলীগের চার নেতা-কর্মীকে অব্যাহতি দেওয়া হয়েছে।

তারা হলেন দৌলতখান উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নাবিউর রহমান রাফি, মেহেরাব হোসেন মিরাজ, সাংগঠনিক সম্পাদক মাশরাফি চৌধুরী ও প্রচার সম্পাদক রকিবুল ইসলাম রাজ।

রাজবাড়ী : সাঈদীর গায়েবানা জানাজায় অংশ নিয়ে ‘সরকারবিরোধী’ বক্তব্য দেওয়ায় খোন্দকার মনির আযম মুন্নু নামে এক স্কুলশিক্ষককে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে। মুন্নু বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ধর্ম বিষয়ের শিক্ষক ও বালিয়াকান্দি উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি জেনারেল।

সর্বশেষ খবর