শিরোনাম
সোমবার, ২১ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

ভারতে তরুণীকে নিয়ে পালানোয় প্রেমিকের মা-বাবাকে হত্যা

দীপক দেবনাথ, কলকাতা

হিন্দু সম্প্রদায়ের এক তরুণীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগে এক মুসলিম যুবকের মা-বাবাকে পিটিয়ে হত্যা করা হয়েছে উত্তরপ্রদেশের সীতাপুরে। এই ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় জেলার হারগাঁও থানার রাজেপুর এলাকায় আব্বাস এবং কামরুল নিসা নামে ওই মুসলিম দম্পতির ওপর হামলা চালায় সন্ত্রাসীরা। লোহার রড, লাঠি দিয়ে তাদেরকে মারধর করা হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মুসলিম দম্পতির। ঘটনার পরেই গা ঢাকা দেয় অভিযুক্তরা। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পরিদর্শন করেন সীতাপুরের পুলিশ সুপার চকরেশ মিশ্রাসহ পুলিশের শীর্ষ কর্মকর্তারা। লাশ দুটি পোস্টমর্টেমের জন্য হাসপাতালে পাঠানো হয়। উত্তেজনা প্রশমনে এলাকায় পুলিশ টহল বসানো হয়েছে। পুলিশ সুপার জানান, প্রেমের সম্পর্কের জেরে কয়েক বছর আগে আব্বাস ও কামরুল নিসার পুত্র শওকত প্রতিবেশী এক হিন্দু তরুণীকে নিয়ে পালিয়ে যায়। এরপরই থানায় ওই তরুণীর পরিবার অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে ওই মুসলিম যুবককে গ্রেফতার করা হয় এবং আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।

জানা গেছে, আব্বাসের পুত্র শওকতের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তাদেরই প্রতিবেশী হিন্দু তরুণী রুবির। ২০২০ সালে রুবিকে নিয়ে পালিয়ে যায় শওকত। সে সময় নাবালিকা ছিল রুবি। ওই ঘটনায় শওকতের বিরুদ্ধে থানায় অভিযোগ হলে তাকে গ্রেফতার করা হয়। চলতি বছরের জুন মাসে শওকত ফের রুবিকে নিয়ে পালায় এবং বিয়ে করে। এরপর শওকতের বিরুদ্ধে অভিযোগ দায়ের হলে তার জেল হয়। কয়েকদিন আগেই কারাগার থেকে ছাড়া পায় ওই যুবক। তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠে ওই তরুণীর বাবা-মাসহ আত্মীয়রা। তারাই প্রেমিকের মা বাবার ওপর হামলার পরিকল্পনা করে। পুলিশ সুপার জানান, ইতোমধ্যেই তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। আরও দুই অভিযুক্তের খোঁজে সন্ধান চালাচ্ছে পুলিশ।

সর্বশেষ খবর