বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

মিজোরামে রেল ব্রিজ ভেঙে ১৭ জন নিহত

কলকাতা প্রতিনিধি

উত্তর-পূর্ব ভারতের মিজোরামে একটি নির্মাণাধীন রেলওয়ে ব্রিজ ভেঙে ১৭ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। তারা সবাই ওই ব্রিজ তৈরির কাজে নিযুক্ত ছিলেন। গতকাল সকাল ১০টার দিকে রাজ্যটির সাইরাং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সময় সেখানে ৩৫ থেকে ৪০ জন শ্রমিক কাজ করছিলেন। স্বাভাবিকভাবেই আরও একাধিক ব্যক্তির আটকে পড়ে থাকার আশঙ্কা করছে প্রশাসন। দুর্ঘটনাগ্রস্ত নির্মাণাধীন এই রেল সেতুটি কুরুং নদীর ওপরে একদিকে বাইরবী অন্যদিকে সাইরাংয়ের মধ্যে যোগাযোগ রক্ষার জন্য তৈরি করা হচ্ছিল। লোহার সেতুটি যখন একটি পিলার থেকে আরেকটি পিলারের ওপরে বসানোর কাজ চলছিল, সেই সময়ই আচমকা এটি ভেঙে পড়ে। রাজ্য প্রশাসনের এক কর্মকর্তা জানান, ধ্বংসস্তূপ থেকে বিকাল পর্যন্ত ১৭টি লাশ উদ্ধার করা সম্ভব হয়েছে। কিন্তু আরও অনেকেই নিখোঁজ রয়েছেন। ভয়াবহ এই দুর্ঘটনায় হতাহতের ঘটনায় শোক প্রকাশ করে বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি তিনি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিবার পিছু আর্থিক ক্ষতিপূরণ এবং আহত ব্যক্তিদের চিকিৎসা বাবদ অর্থ প্রদান করার ঘোষণা দিয়েছেন।

সর্বশেষ খবর