বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

বাবা-মায়ের পর চলে গেল পাঁচ বছরের আফসানাও

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর জুরাইনে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে বাবা-মায়ের পর দগ্ধ শিশু আফসানারও (৫) মৃত্যু হয়েছে। গতকাল সকাল ৮টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়। এর আগে গত ১৩ আগস্ট রাত ২টায় গ্যাস লিকেজের পর বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এতে একই পরিবারের পাঁচজন দগ্ধ হন। দগ্ধদের মধ্যে ছিলেন- আতাহার (৩৫), তার স্ত্রী মুক্তা খাতুন (৩০), তাদের মেয়ে আফসানা (৫), মুক্তার বাবা আলতাফ সিকদার (৭২) ও তার মা মর্জিনা বেগম (৫০)। রাত ৩টায় তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে আফসানার বাবা ও মায়ের মৃত্যু হয়। বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম জানান, আফসানার শরীরের ২৫ শতাংশ দগ্ধ ছিল। এর আগে চিকিৎসাধীন অবস্থায় তার বাবা ও মায়ের মৃত্যু হয়েছে। তবে আফসানার নানা-নানিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। জানা গেছে, জুরাইন সর্দারবাজার সলিমুল্লাহ রোডে মান্নান মাস্টারের বাড়িতে ভাড়া থাকত পরিবারটি। ওই বাসায় তিতাস লাইনের গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণটি হয়।

 

সর্বশেষ খবর