শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

দেনায় জর্জরিত যুবক ফেসবুক লাইভে এসে লঞ্চ থেকে নদীতে ঝাঁপ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

দেনার ভারে জর্জরিত এক ব্যক্তি ফেসবুক লাইভে এসে লঞ্চ থেকে নদীতে ঝঁপিয়ে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। তবে কোন লঞ্চ থেকে এবং কোন নদীতে তিনি ঝাঁপিয়ে পড়েছেন বিষয়টি স্পষ্ট নয়। মঙ্গলবার এ ঘটনার পর তার কোনো সন্ধান পাচ্ছেন না স্বজনরা। এ ঘটনায় বুধবার বরিশাল কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন তার স্ত্রী সালমা আক্তার। নিখোঁজ ব্যক্তির নাম রাজা আসাদুল্লাহ। তিনি সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের রাজারচর গ্রামের এমদাদুল্লাহ ছেলে। রাজা অ্যাগ্রো নামে এলাকায় তার পোলট্রি খামার আছে। একই এলাকার বাসিন্দা আমেরিকা প্রবাসী মঞ্জুর মোর্শেদের কাছ থেকে ঋণ নিয়ে পোলট্রি খামারটি চালু করেন তিনি। ফেসবুক লাইভের আগে একটি খোলা চিঠি লেখেন রাজা আসাদুল্লাহ। সেখানে উল্লেখ করেন, পোলট্রি খামার করতে মঞ্জুর মোর্শেদের কাছ থেকে ১ কোটি টাকা ঋণ নেন। প্রতি বছর ২০ লাখ টাকা লভাংশ দেওয়ার শর্তে। তিন কিস্তিতে ৬০ লাখ টাকা লভাংশ দিয়েছেন তাকে। এ ছাড়া আলাদা চুক্তিতে আরও কয়েকজনের কাছ থেকে ঋণ নেন তিনি। গত বছরের ডিসেম্বরে তার ফার্মের ২১ হাজার মুরগি মারা যায়। এতে ব্যবসায়ীকভাবে তিনি ক্ষতিগ্রস্ত হন। পাওনাদাররা টাকার জন্য চাপ সৃষ্টি করলে তিনি ফার্মের জমি বিক্রির চেষ্টা করেন। মঙ্গলবার রাত ১টায় তার ফেসবুক আইডি থেকে করা ১১ মিনিট ৫১ সেকেন্ডের লাইভে দেখা যায়, কোনো একটি যাত্রীবাহী লঞ্চের নিচতলার পেছনের অংশে মোবাইল নিয়ে অবস্থান করছিলেন তিনি। লাইভে তিনি বলেন, যতক্ষণ শ্বাস থাকবে ততক্ষণ হাত জাগাইয়া ধইরা রাখব। আমার যারা আত্মীয়স্বজন তারা আর অপেক্ষা করবেন না। আমি কোনো দিন ফিরে আসব না। কোনোদিন ফোন দেব না। এরপর দীর্ঘ সময় ভিডিওটি চলতে থাকলেও তিনি আর কোনো কথা বলেননি। শেষের দিকে বলেন, মৃত্যুর কারণ হিসেবে আমি একটি পোস্ট দিয়ে রাখছি। আসাদুল্লাহর স্ত্রী সালমা আক্তার বলেন, ১১ দিন আগে রাজা বাড়ি থেকে বের হয়। মাঝেমধ্যে রাতে ফোন দিয়ে কথা বলত। তবে পাওনাদারদের ভয়ে বেশির ভাগ সময় মোবাইল ফোন বন্ধ রাখত। মঙ্গলবার রাতে ভাগ্নি আঁখির কাছ থেকে খবর পান রাজা ফেসবুক লাইভ অবস্থায় নদীতে ঝাঁপ দিয়েছেন। স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, রাজা চলন্ত লঞ্চ থেকে নদীতে ঝাঁপ দিয়েছেন বলে তার স্ত্রী জানিয়েছেন। মোবাইল নম্বর ট্র্যাকিং করে তার অবস্থান শনাক্তের চেষ্টা চলছে।

 

সর্বশেষ খবর