শনিবার, ২৬ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

বিদেশি অপশক্তি আধিপত্য বিস্তারের সুযোগ পাচ্ছে

রুহিন হোসেন প্রিন্স

বিদেশি অপশক্তি আধিপত্য বিস্তারের সুযোগ পাচ্ছে

নির্বাচনের নামে কোনো প্রহসনে সিপিবি পা দেবে না মন্তব্য করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোটের শীর্ষ নেতা রুহিন হোসেন প্রিন্স বলেছেন, গণতান্ত্রিক ধারা রক্ষা করতে যথাসময়ে নির্বাচন অব্যাহত রাখা প্রয়োজন। কিন্তু বাংলাদেশে পুরো ভোটব্যবস্থাই ধ্বংস করে ফেলা হয়েছে। মানুষ ভোট দিতে পারে না। এ অবস্থায় নির্বাচনব্যবস্থার আমূল সংস্কারের জন্য আমরা সংগ্রাম করছি। ইতোমধ্যে ফ্যাসিবাদবিরোধী বাম জোট, ঐক্য ন্যাপ, বাংলাদেশ জাসদের সঙ্গে আমরা যুগপৎ আন্দোলন শুরু করেছি। বিভিন্ন শ্রেণি-পেশার সংগঠনের সঙ্গে মতবিনিময় করছি। তাদের নিজস্ব দাবির সঙ্গে দুঃশাসন হটানোর দাবিতে ঐক্যবদ্ধভাবে মাঠে নামাতে প্রচেষ্টা নিচ্ছি। তবে বিএনপির সঙ্গে কোনো জোটে যাওয়ার প্রশ্নই আসে না।

মানুষের দুর্বিষহ অবস্থা চলছে মন্তব্য করে সিপিবির এই নেতা বলেন, নিত্যপণ্যের মূল্য বেড়েই চলেছে। বাজার সিন্ডিকেট সবকিছু নিয়ন্ত্রণ করে। দুর্নীতি, লুটপাট, টাকা পাচার বেড়েই যাচ্ছে। ক্ষমতার রাজনীতির কামড়াকামড়িতে বিদেশি অপশক্তি আধিপত্য বিস্তারের সুযোগ পাচ্ছে। নানা অপশক্তি মাথা চাড়া দিয়ে উঠছে। এ দুরবস্থার জন্য দায়ী বর্তমান সরকার ও দ্বিদলীয় ধারা। যারা দ্বিদলীয় মেরুকরণের বাইরে আছে, তাদের সবার সঙ্গে ঐক্যবদ্ধভাবে আমরা আন্দোলন করব। আমরা আন্দোলনে আছি। উপজেলা, জেলা, বিভাগে সমাবেশ-বিক্ষোভ চলছে। ১৫ সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ ডাকা হয়েছে। এরপর জাগরণযাত্রাসহ নানা কর্মসূচি থাকবে। তিনি বলেন, বাংলাদেশে বিগত দিন এবং নিকট অতীতেও প্রমাণিত হয়েছে দলীয় সরকারের অধীনে কখনো ভালো নির্বাচন হওয়া সম্ভব না। এজন্য আমাদের নির্বাচনব্যবস্থা সংস্কারের অন্যতম দাবি হলো নির্বাচনকালীন নির্দলীয়, নিরপেক্ষ তদারকি সরকার। এর আগে সরকারের পদত্যাগ ও সংসদ ভেঙে দিতে হবে। তবে এখন পর্যন্ত সুষ্ঠু নির্বাচনের কোনো আলামত দেখছি না। এ অবস্থায় নির্বাচনের নামে কোনো প্রহসনের চেষ্টা হলে কমিউনিস্ট পার্টি তাতে পা দেবে না। দলীয় সরকারের অধীনে সিপিবি নির্বাচনে যাবে না।

সর্বশেষ খবর