রবিবার, ২৭ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

কবিতায় বঙ্গবন্ধুকে স্মরণ

সাংস্কৃতিক প্রতিবেদক

কবিতায় বঙ্গবন্ধুকে স্মরণ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে নির্বাচিত কবিতা আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করে সাংস্কৃতিক সংগঠন কণ্ঠশীলন। গতকাল সন্ধ্যায় রাজধানীর এলিফ্যান্ট রোডের কার্যালয়ে অনুষ্ঠিত হয় ‘স্বগত সংলাপ’ শিরোনামের এই আবৃত্তি প্রযোজনা।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে এ আসরে আবৃত্তি করেন ১০ আবৃত্তিশিল্পী। অনুষ্ঠানে পর্যায়ক্রমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘কারাগারের রোজনামচা’ আবৃত্তি করেন আফরিন খান, নির্মলেন্দু গুণের ‘স্বাধীনতা এই শব্দটি কীভাবে আমাদের হলো’ আবৃত্তি করেন বাদল সাহা শোভন, কবির ‘শোকগাথা ১৫ আগস্ট ১৯৭৫’ আবৃত্তি করেন মিনহাজুল বশির শোভন, ‘আমি আজ কারও রক্ত চাইতে আসিনি’ আবৃত্তি করেন শফিকুল ইসলাম শফি, ‘সেই রাত্রির কল্পকাহিনী’ আবৃত্তি করেন মো. আবদুল কাইয়ুম, মাহবুব-উল-আলম চৌধুরীর ‘ফুল আর রাষ্ট্র’ আবৃত্তি করেন রাবেয়া হক, গোলাম কিবরিয়া পিনুর ‘অধিভুক্ত হই আবারও মুক্তিযুদ্ধে (নির্বাচত অংশ)’ আবৃত্তি করেন বাদল সাহা শোভন, আলাউদ্দিন আল আজাদের ‘স্বাধীনতা ওগো স্বাধীনতা’ আবৃত্তি করেন রাজিয়া সুলতানা মুক্তা, মুহম্মদ নূরুল হুদার ‘বিজয়’ আবৃত্তি করেন নিবিড় রহমান, নির্মলেন্দু গুণের ‘বাংলাদেশের বিজয়পর্ব’ আবৃত্তি করেন আফরিন খান, ফারুক মাহমুদের ‘বাড়িটার মন ভালো নেই’ ও রফিকুর রশীদের ‘এইখানে’ আবৃত্তি করেন অপরেশ সাহা এবং এম আর আখতার মুকুলের ‘চরমপত্র-১৬ই ডিসেম্বর’ আবৃত্তি করেন সালাম খোকন। এর আগে আলোচনায় অতিথি ছিলেন কবি গোলাম কিবরিয়া পিনু।

সে এক স্বপ্নের রাত : শিল্পকলা একাডেমিতে দৃষ্টিপাত নাট্যদল মঞ্চায়ন করেছে ‘সে এক স্বপ্নের রাত’। গতকাল সন্ধ্যায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হয় নাটকটি। ড. খন্দকার তাজমি নূর রচিত ও নির্দেশিত এ নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেন- ড. খন্দকার তাজমি নূর, অধরা প্রিয়া, সাফায়েত, আবদুল হালিম আজিজ, রফিক, বাচ্চু প্রমুখ।

সর্বশেষ খবর