রবিবার, ২৭ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

বদলির পর অফিসের এসি টিভি আইপিএস খুলে নিলেন ওসি

টাঙ্গাইল প্রতিনিধি

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম বদলি হওয়ায় পর খুলে নিলেন তার অফিস কক্ষের এসি, টেলিভিশন ও আইপিএস। সরিয়ে নিলেন সোফা। এভাবে ওসির কক্ষের মালামাল খুলে নেওয়ার ঘটনায় এলাকায় মুখরোচক আলোচনার সৃষ্টি হয়েছে। গত বৃহস্পতিবার জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার স্বাক্ষরিত এক আদেশে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল ইসলামকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। এই আদেশ পাওয়ার পর ফরিদুল ইসলাম শুক্রবার রাতে থানার পুলিশ সদস্য উদয় ও বহিরাগত আরিফকে দিয়ে ভ্যানচালকের সহায়তায় মূল্যবান মালামাল খুলে নিয়ে যান। নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভপতি জুরান ম ল বলেন, বালুমহালের টাকা দিয়ে মালামালগুলো কিনে ওসির কক্ষে দেওয়া হয়েছিল। ওসির দায়িত্বে যিনি থাকবেন তিনি তা ব্যবহার করবেন। কাউকে ব্যক্তিগতভাবে ব্যবহারের জন্য দেওয়া হয়নি। বদলি হওয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, যেগুলো থানা থেকে খোলা হয়েছে, সেগুলো ব্যক্তিগত টাকা দিয়ে কেনা। জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, কারও অনুদানের টাকায় কিনে থাকলে সেগুলো ওসি নিতে পারেন না। যদি ব্যক্তিগত টাকায় কেনা হয়, তাহলে নিতে পারবেন।

সর্বশেষ খবর