মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

আইনের সঠিক প্রয়োগ জরুরি

জামালউদ্দিন আহমেদ

আইনের সঠিক প্রয়োগ জরুরি

অর্থনীতিবিদ ও বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ড. জামালউদ্দিন আহমেদ বলেছেন, ব্যাংকিং খাতে নানা সংকটের সৃষ্টি হয়েছে। খেলাপি ঋণ, তারল্য সংকট, সুশাসনের অভাব, আইনি কাঠামো ঘাটতি অন্যতম। এগুলো দীর্ঘদিন ধরে ঘটে চলেছে। বর্তমান পরিস্থিতি আরও বেশি জটিল হয়েছে। এ অবস্থা থেকে মুক্তি পেতে হলে আমাদের ব্যাংকিং আইনের সঠিক প্রয়োগ প্রয়োজন। যারা ব্যাংক খাতের এ পরিস্থিতির জন্য দায়ী তাদের শাস্তি পাওয়া উচিত। বাংলাদেশ প্রতিদিনকে জামালউদ্দিন আহমেদ বলেন, ব্যাংকগুলো নিজেরা একটি অসমতা তৈরি করেছে। সবাইকে সমান সুযোগ দেয়নি। কাউকে অনেক বেশি সুযোগ দিয়েছে আবার অনেকে কোনো সুযোগ পায়নি। অর্থ সরবরাহের ক্ষেত্রে এটা বড় ধরনের অসমতা তৈরি করেছে। আয় বৈষম্য যেমন অর্থনীতিতে সংকট তৈরি করে ব্যাংকিংয়ের ক্ষেত্রেও একইভাবে কথাটি প্রযোজ্য। যারা অনেক বেশি সুযোগ পেয়েছে তাদের হাতে ব্যাংকের টাকা আটকে যায়। সবাই যদি সমান সুযোগ পেত তাহলে টাকা এক জায়গায় আটকে যেত না। এটা খেলাপি বৃদ্ধির অন্যতম কারণ। আর অনিয়ম তৈরি করাও সমানভাবে দায়ী। একটি গোষ্ঠী বেশি সুবিধা নিয়ে অনিয়ম করেছে। তিনি আরও বলেন, এসব অনিয়মে ব্যাংকের ভিতরে-বাইরে অনেকে জড়িত থাকে। যারা সুযোগ পায়নি তাদের জন্য আবার বিশেষ সুযোগ তৈরি করে কিছু করাও অনিয়ম। সেটা এখানে অহরহ ঘটছে। ব্যাংক খাতের পরিবর্তন আনতে হলে আইনি কাঠামোকে আরও কঠোরভাবে প্রয়োগ করতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর