মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩ ০০:০০ টা
অষ্টম কলাম

প্রশাসনিক কক্ষে তালা ছাত্রলীগের

চবি প্রতিনিধি

খাবারের মান বৃদ্ধি, পানি সংকটসহ ১২ দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সোহরাওয়ার্দী হলের প্রশাসনিক কক্ষে তালা দিয়েছে শাখা ছাত্রলীগের বিজয় গ্রুপের একাংশের নেতা-কর্মীরা।

গতকাল দুপুরে তারা হলের প্রশাসনিক কক্ষে তালা দিয়ে ও হলের সামনে অবস্থান নিয়ে আন্দোলন করেন। এ সময় দাবি আদায়ের লক্ষ্যে নানা স্লোগান দিতে দেখা যায় আন্দোলনকারীদের। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের দাবি পূরণের আশ্বাস দিলে দুপুর ১টার দিকে আন্দোলনকারীরা তালা খুলে দেন। হলের অনেক রুমে খাট, টেবিল, চেয়ার ও আলমারির সংকটের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া, দীর্ঘদিন ধরে চলা হলের রাস্তার সংস্কার কর্মকাণ্ডের দ্রুত সমাপ্তি, ডাইনিং এবং ক্যাফেটেরিয়ার খাবারের বাজে অবস্থা দ্রুত ব্যবস্থা নিয়ে মান বৃদ্ধি করা, হলে পর্যাপ্ত সুপেয় পানির সংকট দূর করা, নিরবচ্ছিন্ন ওয়াইফাই সংযোগের ব্যবস্থা করা, হলের ওয়াশরুমের সমস্যার দ্রুত সমাধান করা, সোহরাওয়ার্দী হলের মাঠের সংস্কার এবং দ্রুত খেলাধুলার সরঞ্জামের অপ্রতুলতা নিরসন করা, শিক্ষার্থীদের চলাচলের নিরাপত্তার জন্য হলের সামনের রাস্তায় স্পিড ব্রেকারের ব্যবস্থা করাসহ ১২ দফা দাবি আদায়ে অবস্থান নেন আন্দোলনকারীরা।

সর্বশেষ খবর