মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

কানাডায় শুল্কমুক্ত সুবিধা ২০৩৪ পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের তৈরি পোশাক কানাডার বাজারে শুল্কমুক্ত সুবিধা পাবে ২০৩৪ সাল পর্যন্ত। গত জুনে কানাডার পার্লামেন্ট এ বিষয়ে একটি বিল পাস করেছে। ২০২৬ সালে স্বল্পোন্নত দেশের কাতার থেকে উত্তরণ হওয়ার পর সব উন্নয়নশীল দেশের জন্য শুল্কমুক্ত বাজার সুবিধা বাড়িয়েছে   কানাডা সরকার। এতে বাংলাদেশ উপকৃত হবে। উন্নয়নশীল দেশগুলোকে জেনারেল প্রেফারেনশিয়াল ট্যারিফ (জিপিটি) স্কিমের আওতায় শুল্কমুক্ত বাজার সুবিধা প্রদান অব্যাহত রাখার উদ্যোগ নিয়েছে কানাডা সরকার। এ স্কিমের আওতায় পোশাক আইটেম উৎপাদনের নিয়ম শিথিল করাসহ অন্যান্য পণ্যকেও দেশটিতে শুল্কমুক্ত প্রবেশাধিকার দেওয়া হবে। নতুন এই স্কিমে শিল্পের শ্রম ও পরিবেশগত কমপ্লায়েন্সের ওপর ভিত্তি করে এই বাজার প্রবেশাধিকার সুবিধাগুলোকে সম্প্রসারিত করার প্রস্তাবও রাখা হয়েছে। বাংলাদেশ ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে লিস্ট-ডেভেলপমেন্ট কান্ট্রি ট্যারিফ (এলডিসিটি) স্কিমের আওতায় কানাডায় সম্পূর্ণ শুল্কমুক্ত ও কোটামুক্ত প্রবেশাধিকার সুবিধা ভোগ করছে। এলডিসিটি স্কিম জিপিটির আওতায় পড়ে। ইপিবির তথ্য অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশের ১১তম বৃহৎ রপ্তানি অংশীদার ছিল কানাডা। ওই অর্থবছরে দেশটিতে ১৭২ কোটি ডলারের পণ্য রপ্তানি করে বাংলাদেশ। এ ছাড়া উত্তর আমেরিকার দেশটি বাংলাদেশের পোশাকের অন্যতম প্রধান বাজারও।

সর্বশেষ খবর