বুধবার, ৩০ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

ভারতের অরুণাচল নিজেদের মানচিত্রে যুক্ত করল চীন

প্রতিদিন ডেস্ক

২০২৩ সালের সংস্করণ অনুযায়ী সোমবার (২৮ আগস্ট) চীনের স্ট্যান্ডার্ড মানচিত্র প্রকাশ করা হয়েছে। সেখানে অরুণাচল প্রদেশ, আকসাই চীন, তাইওয়ান এবং বিতর্কিত দক্ষিণ চায়না সি এলাকাকে নিজেদের দেশের অংশ বলে দাবি করেছে চীন। খবর ইন্ডিয়া টুডে।

দেশটির প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে মানচিত্রটি প্রকাশ করা হয়েছে। ম্যাপের ২০২৩ সংস্করণে দেখা যাচ্ছে, ভারতীয় ভূখণ্ডের একাধিক অংশ চীনের অন্তর্ভুক্ত।

২০২১ সালেও ভারতের ১৫টি জায়গা দখল করেছিল শি জিন পিংয়ের দেশ। সব কটি জায়গা ভারতের উত্তর-পূর্বের রাজ্য অরুণাচল প্রদেশের। যার মধ্যে আটটি বসতি এলাকা, চারটি পর্বত, দুটি নদী এবং একটি গিরিপথ ছিল। এর পরই ইন্দো-চীন দ্বৈরথের সূত্রপাত হয়। বেইজিং ১৫টি জায়গার নতুন নাম দিয়ে একটি নতুন মানচিত্র প্রকাশ করেছিল। এদিকে অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং চীনের এই পদক্ষেপ সেটি পরিবর্তন করতে পারবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এর আগে ২০১৭ সালের এপ্রিলে চীন একইভাবে ভারতের কয়েকটি স্থানের নাম তাদের মানচিত্রে যোগ করেছিল।

সর্বশেষ খবর