বুধবার, ৩০ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

অর্থনৈতিক ক্ষেত্রে দেশ ভুল পথে ভাবছে ৭০ ভাগ মানুষ : জরিপ

নিজস্ব প্রতিবেদক

অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশ ভুল পথে যাচ্ছে বলে মনে করছেন ৭০ ভাগ মানুষ। অন্যদিকে ৮৪ ভাগ মানুষ বলছেন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি তাদের জীবনে মারাত্মক প্রভাব ফেলেছে। দ্য এশিয়া ফাউন্ডেশন ও ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (বিআইজিডি) এক জরিপে মানুষের এমন মতামত উঠে এসেছে। গতকাল এশিয়া ফাউন্ডেশনের ওয়েবসাইটে জরিপটি প্রকাশ করা হয়।

দেশের ৬৪টি জেলার ১০ হাজার ২৪০ জনের ওপর করা এই জরিপে তথ্য নেওয়া হয় গত নভেম্বর থেকে জানুয়ারি সময়ে। প্রতিটি জেলা থেকে ১৬০ জন উত্তরদাতা নেওয়া হয়। উত্তরদাতাদের মধ্যে অর্ধেক ছিলেন নারী। জরিপে একটি প্রশ্ন ছিল এমন, আপনি কি মনে করেন অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশ সঠিক পথে যাচ্ছে। জবাবে ৭০ শতাংশ উত্তরদাতা বলেছেন, বাংলাদেশ ভুল পথে যাচ্ছে। ২৫ শতাংশের মত হলো, বাংলাদেশ সঠিক পথে যাচ্ছে। ৪ শতাংশ বলেছেন, তারা এ বিষয়ে জানেন না। ১ শতাংশ উত্তরদাতা উত্তর দেননি। ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালেও সংস্থা দুটি জরিপ পরিচালনা করে। ২০১৯ সালের জরিপে ৭০ শতাংশের কিছু বেশি উত্তরদাতা বলেছিলেন, অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশ সঠিক পথে রয়েছে। তখন ২৮ শতাংশ মানুষ ভুল পথে যাওয়ার কথা বলেছিলেন। রাজনৈতিক ও সামাজিক দিক নিয়েও জরিপে উত্তরদাতাদের মতামত নেওয়া হয়। সাড়ে ৪৭ শতাংশ উত্তরদাতা মনে করেন, রাজনৈতিক দিক দিয়ে বাংলাদেশ ভুল পথে যাচ্ছে। ২০১৯ সালে এই হার ছিল প্রায় ৩১ শতাংশ। অন্যদিকে ৩৯ শতাংশ উত্তরদাতার মতে, রাজনৈতিক দিক দিয়ে বাংলাদেশ সঠিক পথে রয়েছে। ২০১৯ সালে হারটি ছিল প্রায় ৬৪ শতাংশ। ২০১৯ সালের জরিপ অনুযায়ী, সামাজিক দিক দিয়ে বাংলাদেশ সঠিক পথে রয়েছে বলে মনে করেছিলেন ৭৭ শতাংশ মানুষ। ২০২২ সালে হারটি কমে নেমেছে সাড়ে ৫৭ শতাংশে। দেশের সবচেয়ে বড় সমস্যাগুলো কী কী- এই প্রশ্নের উত্তরে সবচেয়ে বেশিসংখ্যক মানুষ সামনে এনেছেন নিত্যপণ্যের দামকে। এরপর রয়েছে অর্থনীতি অথবা ব্যবসার মন্দা, বেকারত্ব অথবা জীবিকার সমস্যা, রাজনৈতিক অস্থিতিশীলতা, দুর্নীতি ও জনসংখ্যা বৃদ্ধি। নিত্যপণ্যের দামকে ৪৪ শতাংশ মানুষ সবচেয়ে বড় সমস্যা হিসেবে উল্লেখ করেছেন, যা ২০১৯ সালে ছিল ৩৩ শতাংশ।

সর্বশেষ খবর