বুধবার, ৩০ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

ন্যাড়া করে মাথায় ঘোল গৃহবধূর

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর বদলগাছীতে পরকীয়ার অভিযোগ তুলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক গৃহবধূকে ন্যাড়া করে মাথায় ঘোল ঢেলে শুদ্ধ করার অভিযোগ উঠেছে স্থানীয় মাতব্বরদের বিরুদ্ধে। সোমবার সকালে উপজেলার মথুরাপুর ইউনিয়নের গয়েশপুর বাঁশপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাতেই তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রামের লোকজনের উপস্থিতিতে গৃহবধূর বাড়ির আঙিনায় এক পুরোহিতকে ডেকে এনে তার মাথা ন্যাড়া করার পর সেখানে ঘোল ঢেলে দেওয়া হয়। এ কাজে গৃহবধূর স্বামীরও সম্মতি ছিলেন। জানা গেছে, গৃহবধূ শাড়ির আঁচল দিয়ে মাথা ঢেকে রেখেছেন। প্রতিবেশী নারীরা গৃহবধূকে ঘর থেকে বের হতে দিচ্ছেন না। ওই গৃহবধূ দাবি করেন, তিনি কারও সঙ্গে অনৈতিক সম্পর্ক করেনি। গ্রামের মাতব্বরের সিদ্ধান্তে তার মাথা ন্যাড়া করে ঘোল ঢেলে দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, পাশের সোনারপাড়া গ্রামের কমল হোসেন নামে বিবাহিত মুসলিম যুবকের সঙ্গে অনৈতিক সম্পর্ক করার সময় গৃহবধূকে তার স্বামী হাতেনাতে ধরে ফেলেন। ওই ঘটনার পর গৃহবধূ তার বাবার বাড়িতে চলে যান। গত শনিবার গৃহবধূ তার বাবার বাড়ি থেকে আবারও স্বামীর বাড়িতে আসেন।

এরপর গ্রামের মাতব্বরের সিদ্ধান্তে সোমবার তাকে শুদ্ধ করে স্বামীর ঘরে তোলা হয়। ওই গ্রামের গোবিন্দ সাহা বলেন, আমার কাছে মনে হচ্ছে ওই গৃহবধূ প্রতিহিংসার শিকার হয়েছেন। শুদ্ধ করার এ বিষয়টি ক্ষুদ্র নৃগোষ্ঠী নেতা বিমল চন্দ্রের কারণেই হয়েছে। এর আগে এ গ্রামে মাথা ন্যাড়া করে ঘোল ঢেলে শুদ্ধ করার ঘটনা কখনো শুনিনি। স্থানীয় মাতব্বর বিমল চন্দ্রের সঙ্গে যোগাযোগ করা হলে তার ব্যবহৃত ফোনটি বন্ধ পাওয়া যায়। বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান বলেন, এ ঘটনায় রাতে তিনজনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর