বুধবার, ৩০ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

শিক্ষিকাকে মারধর যুবলীগ নেতাকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের মনিরামপুরে শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষিকাকে মারধর করার অভিযোগে গ্রেফতার যুবলীগ নেতা মিজানুর রহমান মিজানকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার রাতে মনিরামপুর পৌর যুবলীগের সভাপতি এস এম লুৎফর রহমান ও সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশের কথা জানানো হয়। মিজানুর রহমান মনিরামপুর শহরের দুর্গাপুরের বাসিন্দা ও পৌর যুবলীগের চার নম্বর ওয়ার্ড শাখার সভাপতি ছিলেন। সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে রবিবার দলের পক্ষ থেকে তাকে ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছিল। নির্ধারিত সময়ে জবাব না পাওয়ায় সংগঠন থেকে তাকে অব্যাহতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অব্যাহতিপত্রে বলা হয়েছে, মিজানুর রহমানের কর্মকান্ডে সংগঠনের ভাবমূর্তি নষ্ট হয়েছে এবং তার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গ ও গঠনতন্ত্র পরিপন্থী কর্মকান্ডের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। ২২ আগস্ট মনিরামপুরের দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছালিমা আক্তারকে শ্রেণিকক্ষে ঢুকে মিজানুর রহমান মারপিঠ করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় থানায় মামলা হলে ২৪ আগস্ট বিকালে পুলিশ মিজানুর রহমানকে গ্রেফতার করে। বর্তমানে তিনি কারাগারে আছেন। শিক্ষিকা ছালিমা আক্তার বলেন, ‘রাকিবুল নামের এক শিক্ষার্থীর বাড়ি বিদ্যালয়ের পাশেই। তাকে শাসন করায় সে বাড়িতে গিয়ে বিষয়টি বললে ওই শিক্ষার্থীর বাবা-মাসহ বাড়ির লোকজন স্কুলে এসে আমাকে কিলঘুষি মারে ও চুল ধরে টেনে মাঠে নিয়ে যায়।’ দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেব আলী বলেন, স্কুলের বেসিন ধরায় রাকিবুলকে শিক্ষিকা ছালিমা আক্তার শাসন করেন। এরপর রাকিবুল বাড়ি গিয়ে বিষয়টি জানালে তার বাবা এসে শিক্ষিকাকে মারধর করেন।

সর্বশেষ খবর