বুধবার, ৩০ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

আসামির পেটে ২৪১৫ পিস ইয়াবা

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর সদর উপজেলার চরদক্ষিণপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল। পরে গ্রেফতার একজনের পেটের ভিতর থেকে ২ হাজার ৪১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতাররা হলো সদর চরদক্ষিণপাড়া গ্রামের বিপ্লব (৪০), রাজৈর উপজেলার সুতারকান্দি গ্রামের বায়েজীদ (২৮)। র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার মো. মুহতাসিম রসুল গতকাল দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, সদর উপজেলার চরদক্ষিণপাড়া গ্রামে অভিযান চালিয়ে রবিবার দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় আটক আসামিদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা জানায়, পারস্পরিক যোগসাজশে টেকনাফ থেকে অভিনব কায়দায় পেটের মধ্যে করে ইয়াবার চালান নিয়ে মাদারীপুরে আসে। আটক আসামিদের মাদারীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে চিকিৎসকের পরামর্শে এক্স-রে করা হয়। এক্স-রে রিপোর্টে চিকিৎসক একজনের পেটের ভিতরে ইয়াবা সদৃশ বস্তুর অস্তিত্বের প্রমাণ পান। এ সময় জরুরি চিকিৎসাসেবা দিলে একজন আসামির পায়ুপথ দিয়ে কয়েক ধাপে ৪১টি পুঁটলি বের হয়। যার ভিতর থেকে ২ হাজার ৪১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আসামিদের আলামতসহ মাদারীপুর সদর থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে সদর থানায় মাদক মামলা করা হয়েছে।

সর্বশেষ খবর