বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

বিএনপির মৌন মিছিল মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

বিএনপির মৌন মিছিল মানববন্ধন

নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে গতকাল মানববন্ধনে বক্তব্য দেন কেন্দ্রীয় নেতারা -বাংলাদেশ প্রতিদিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, ‘গুম হওয়া পরিবারের কান্না আজ সবার হৃদয়ে স্পন্দন সৃষ্টি করলেও সরকার সে কান্নার শব্দ শুনতে পায় না। সরকারকে এ জন্য জবাব দিতে হবে।’

গতকাল বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তায় এক মানববন্ধনে এসব কথা বলেন মঈন খান। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপির যৌথ উদ্যোগে মুখে কালো কাপড় বেঁধে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। বিকাল ৩টায় শুরু হয়ে কর্মসূচি চলে ৪টা পর্যন্ত। দিবসটি উপলক্ষে কালো পতাকা মিছিলের কথা থাকলেও পরে কর্মসূচি পরিবর্তন করে মানববন্ধন করা হয়। একই কর্মসূচি সারা দেশে পালিত হয়। মঈন খান বলেন, বিএনপি আজকে গণমানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার আন্দোলন করছে। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রদত্ত শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে এ সরকারকে বিদায় নিতে হবে। জনগণ এসব শান্তি কর্মসূচি অনুসরণ করে মানুষের অধিকার, ভোটের অধিকার, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবে। পরিবারের পক্ষ থেকে ‘গুম’ দাবি করা পারভেজ হোসেনের ছোট মেয়ে হৃদি বলেন, আমার বুকের সামনে এই ছবিটি আমার বাবার। আমি বাবাকে ১০ বছর দেখি না। আমি আমার পাপ্পাকে ফেরত চাই। আর গুম দিবস পালন করতে চাই না, বাবা দিবস ফেরত চাই। মাহফুজুর রহমান সোহেলের ছোট্ট মেয়ে সাফা কান্নাজড়িত কণ্ঠে বলেন, বাবাকে আজকে ১০ বছর ধরে দেখি না। বাবা ছাড়া ভালো লাগে না। বাবাকে ফিরিয়ে দিন, আমি আর কিছু চাই না। এছাড়া ‘গুম’ দাবি করা সাজেদুল ইসলাম সুমনের বোন সানজীদা ইসলাম তুলি, হুমায়ুন কবির পারভেজের ছেলে শাহরিয়া, মাজহারুল ইসলাম রাসেলের বড় ভাই লোটাস, মিরাজ খানের স্ত্রী আমেনা আখতার বৃষ্টি তাদের দুঃখ ও কষ্টের কথা বলতে গিয়ে বারবার অশ্রুসজল হয়ে পড়েন। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে ‘গুম’ হওয়া নেতা-কর্মীদের সন্ধানের দাবিতে এ মানববন্ধনে সভাপতিত্ব করেন উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান। উত্তরের সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, মীর সরাফত আলী সপু, আনিসুর রহমান তালুকদার খোকন, যুবদলের সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ মানববন্ধনে বক্তব্য রাখেন। এছাড়া চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে আন্তর্জাতিক গুম দিবস পালন করা হয়। এরমধ্যে বরিশাল, খুলনা, ঝালকাঠি, নাটোর, ময়মনসিংহ, নোয়াখালী, পঞ্চগড় থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা দিবসটি পালনের খবর পাঠিয়েছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর