বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে হবে জ্বালানি তেলের দাম

পেট্রলপাম্প ও ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনের দাবি বিবেচনা করা হচ্ছে

নিজস্ব প্রতিবেদক

জ্বালানি মন্ত্রণালয় আগামী দুই-তিন মাসের মধ্যেই আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজার মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করবে। এর ফলে বর্তমান কমিশনের হার পরিবর্তন করে জ্বালানি তেলের মূল্যের ঊর্ধ্বগতি বা নিম্নগতি অনুযায়ী কমিশন নির্ধারণ করা হবে। এ প্রক্রিয়ায় ৩০ সেপ্টেম্বরের মধ্যে একটি খসড়া প্রস্তাব প্রস্তুতের জন্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন।

এ সূত্র জানান, ২৯ আগস্ট মন্ত্রণালয়ে জ্বালানি প্রতিমন্ত্রী, সচিব, বিপিসি চেয়ারম্যানসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও বাংলাদেশ পেট্রলপাম্প, ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনের একাংশের সঙ্গে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় জ্বালানি তেল বিক্রয়ের ওপর প্রচলিত কমিশন কমপক্ষে ৭.৫০ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়, যার প্রেক্ষিতে বর্তমান কমিশনের হার পরিবর্তন করে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যের ঊর্ধŸগতি বা নিম্নগতি অনুযায়ী কমিশন নির্ধারণ করার সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে কমিশন এজেন্ট হিসেবে জ্বালানি তেল ব্যবসায়ীরা উল্লেখ করেন এবং সুস্পষ্ট গেজেট প্রকাশ করার জন্য প্রতিমন্ত্রী সভায় আশ্বাস দিয়েছেন। এ ছাড়া সভায় বিআরটিএ ও বিস্ফোরক অধিদফতরের পর্যবেক্ষণের ওপরে ট্যাংকলরির ইকোনমিক লাইফ নির্ধারণ করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে পদ্মা, মেঘনা ও যমুনার ২৩টি জ্বালানি তেলের ডিপোর নিকটবর্তী এলাকায় ট্যাংকলরি টার্মিনাল স্থাপনের জন্য জমি ক্রয় বা অধিগ্রহণের জন্য বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন কর্তৃপক্ষকে (বিপিসি) নির্দেশনা দেওয়া হয়। সড়কে জ্বালানি তেলের গাড়িতে পুলিশি হয়রানি বন্ধের জন্যও সব বিভাগীয় পুলিশ কমিশনারসহ আইজিপিকে চিঠি পাঠানোর জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়। সম্প্রতি তিন দফা দাবিতে আন্দোলনে নামার হুমকি দিয়েছিলেন পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশন ও ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশন নেতারা। তাদের দাবি ছিল, ৩১ আগস্টের মধ্যে দাবি না মানলে আগামী ৩ সেপ্টেম্বর সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য সব পেট্রলপাম্পে জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রাখা হবে। প্রসঙ্গত, সরকারি সংস্থার কাছ থেকে জ্বালানি তেল (ডিজেল, পেট্রল, অকটেন) কিনে তা বিভিন্ন ডিপো ও পেট্রলপাম্পে পরিবহন এবং গ্রাহকের কাছে বিক্রি করে এই দুই অ্যাসোসিয়েশনের সদস্যরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর