বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩ ০০:০০ টা
হিউম্যান রাইটস ওয়াচ

নিখোঁজদের খুঁজতে স্বাধীন কমিশন গঠনে সমর্থন করা উচিত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে নিখোঁজ ব্যক্তিদের সম্পর্কে তদন্তের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ কর্তৃপক্ষের উচিত দেশটির নিরাপত্তা বাহিনীর দ্বারা গুমের ঘটনা তদন্তের জন্য একটি স্বাধীন কমিশন গঠনে জাতিসংঘের প্রস্তাব গ্রহণ করা। যুক্তরাষ্ট্রভিত্তিক এই মানবাধিকার সংস্থাটির ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, দেশটির কর্তৃপক্ষ বারবার এ অভিযোগ অস্বীকার করে বলে আসছে, প্রহসনমূলক দাবির পুনরাবৃত্তি করে নিখোঁজরা আত্মগোপনে রয়েছেন। বিবৃতিতে হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) এশিয়ার সিনিয়র গবেষক জুলিয়া ব্লেকনার বলেন, বাংলাদেশে জোরপূর্বক নিখোঁজ ব্যক্তিদের পরিবারের কষ্ট শুধু বাড়ছেই। সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। সরকারের উচিত আটক ব্যক্তিদের মুক্তি দেওয়ার ব্যাপারে জরুরি পদক্ষেপ নেওয়া। পাশাপাশি একটি স্বাধীন কমিশন খোলা, যেখানে জাতিসংঘের সঙ্গে এক হয়ে এমন গুমের ঘটনার বিরুদ্ধে কাজ করতে পারবে সরকার। জুলিয়া ব্লেকনার বলেন, স্বাধীন এবং স্বচ্ছভাবে বলপূর্বক গুমের অভিযোগ তদন্ত করার পরিবর্তে বাংলাদেশ কর্তৃপক্ষ ভিকটিমদের পরিবারকে হয়রানি ও ভয় দেখাচ্ছে।

পরিবারগুলো বলছে, পুলিশের কাছে নিখোঁজ ব্যক্তির অভিযোগ দায়ের করা সত্ত্বেও কর্তৃপক্ষ বারবার তাদের আত্মীয়দের অবস্থান সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে। কর্মকর্তারা মামলা প্রত্যাহার বা সংশোধন করার জন্য পরিবারকে হুমকি এবং চাপ দেয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর