বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

ডিএমপি কমিশনারের সঙ্গে দেড় ঘণ্টা বৈঠক মার্কিন রাষ্ট্রদূতের

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সৌজন্য সাক্ষাৎ করেছেন। গতকাল বেলা পৌনে ১১টার দিকে পিটার হাসের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল ডিএমপি সদর দফতরে যান। দুপুর সোয়া ১২টার দিকে তারা ডিএমপি সদর দফতর ত্যাগ করেন।

ডিএমপিসূত্র বলছেন, উচ্চ পর্যায়ের এ বৈঠকে ডিএমপি কমিশনারের সঙ্গে ছিলেন অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্) খন্দকার মহিদ উদ্দীন, অতিরিক্ত কমিশনার (সিটিটিসি) আসাদুজ্জামান এবং অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ। বৈঠকে সাম্প্রতিক জঙ্গি অভিযান ও গ্রেফতার এবং রাজধানীর আইনশৃঙ্খলাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। ভবিষ্যতে দুই দেশের মধ্যে সৌহার্দ ও পারস্পরিক সহযোগিতা আরও বৃদ্ধি পাবে বলে কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেন। ডিএমপির এক সূত্র বলছেন, চলমান রাজনীতির বিভিন্ন ইস্যুতে পুলিশ কীভাবে কাজ করেছে, আগামীতে কীভাবে কাজ করবে এমন বিষয়ও তাদের আলোচনায় উঠে আসে। এ ব্যাপারে জানতে চাইলে অতিরিক্ত কমিশনার খন্দকার মহিদ উদ্দীন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এটা ছিল একটা সৌজন্য সাক্ষাৎ। এক জায়গায় বসলে তো কিছু আলোচনা হতেই পারে। তবে সেগুলো খুব সিরিয়াস কিছু না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর