বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩ ০০:০০ টা
অষ্টম কলাম

সাজা শেষ হলেও ভারতের কারাগারে বাংলাদেশি ছয় জেলে

বরগুনা প্রতিনিধি

বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে ভাসতে ভাসতে ভারতের জলসীমায় অনুপ্রবেশ করার অপরাধে তিন বছরের কারাদণ্ড ভোগ করেছেন বাংলাদেশি ছয় জেলে। তবে সাজার মেয়াদ শেষ হলেও এখন পর্যন্ত দেশে ফিরতে পারেননি তারা। ভারতীয় কারাগারে তারা বন্দি আছেন। তারা তিন বছর আট মাস ধরে কারাগারে আছেন। আটক জেলেরা হলেন পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের চরদুয়ানী গ্রামের মৃত আমির হোসেন জোমাদ্দারের ছেলে বেলাল মাঝি, দণি জ্ঞানপাড়া গ্রামের সুলতান চৌকিদারের ছেলে জাহাঙ্গীর হোসেন, তালুক চরদুয়ানী গ্রামের আবদুর রব জোমাদ্দারের ছেলে এমাদুল হক, মৃত হাফেজ জোমাদ্দারের ছেলে শাহিন, জ্ঞানপাড়া গ্রামের আতাহার আলীর ছেলে আবদুল হক ও পিরোজপুরের ভাণ্ডারিয়ার চরখালী এলাকার বাহাদুর চাপরাশির ছেলে ইমরান চাপরাশি। ট্রলারটির মালিক পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার শিয়ালকাঠি গ্রামের তৌহিদুল ইসলাম। জানা গেছে, বরগুনার তৎকালীন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ জেলেদের দেশে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে একাধিকবার চিঠি দিয়েছেন। কথা বলেছেন কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসে। এ বিষয়ে গতকাল বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন বলেন, ছয় জেলেকে ফিরিয়ে আনতে ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে একজন প্রতিনিধি এখন ভারতে রয়েছেন। তিনি জেলেদের মামলা ও আদালতের রায়ের কাগজপত্র নিয়ে ভারতে বাংলাদেশ দূতাবাসে যাবেন। বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা নিয়ে তাদের ফিরিয়ে আনা হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর