বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

৭১ শতাংশ জাপানি কোম্পানি পরিবেশে অসন্তুষ্ট : জরিপ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে বিনিয়োগকারী জাপানি কোম্পানির ৭১ শতাংশ প্রতিষ্ঠান ব্যবসার পরিবেশ নিয়ে সন্তুষ্ট নয়। বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করছে, এমন জাপানি কোম্পানির মধ্যে চালানো এক জরিপে ৭০ দশমিক ৮ শতাংশ প্রতিষ্ঠান এ দেশে ব্যবসার পরিবেশ নিয়ে সন্তুষ্ট নয় বলে জানিয়েছে। গতকাল জরিপের তথ্য প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া। স্বাগত বক্তব্য দেন মেট্রোপলিটন চেম্বারের সভাপতি সায়ফুল ইসলাম।

জাপানের বৈদেশিক বাণিজ্যবিষয়ক সংস্থা জাপান এক্সটারনাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) এক জরিপে এই তথ্য উঠে এসেছে। গতকাল রাজধানীর গুলশানে মেট্রোপলিটন চেম্বার মিলনায়তনে জরিপের এই তথ্য তুলে ধরা হয়। ২১৪টি জাপানি কোম্পানির ওপর জরিপ চালানো হয়। জরিপে দেখা গেছে, ব্যবসার পরিবেশ নিয়ে যে সব কোম্পানি জবাব দিয়েছে, তাদের মধ্যে ২৬ দশমিক ২ শতাংশ বাংলাদেশে ব্যবসার পরিবেশে ‘অসন্তুষ্ট’। আর ৪৪ দশমিক ৬ শতাংশ বলেছে, তারা কিছুটা অসন্তুষ্ট। ৭২ শতাংশ জাপানি কোম্পানি বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণ করতে চায়। দক্ষিণ-পূর্ব এশিয়া, আসিয়ান ও উত্তর-পশ্চিম এশিয়া অঞ্চলের মধ্যে ব্যবসা সম্প্রসারণের দিক থেকে জাপানের কোম্পানিগুলোর কাছে প্রথম পছন্দ বাংলাদেশ। বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী ৪৭ শতাংশ কোম্পানি জানিয়েছে, ২০২২ সালে তারা পরিচালন মুনাফা করবে। আর ৬০ শতাংশ কোম্পানি ২০২৩ সালে এই মুনাফা আরও বাড়বে বলে প্রত্যাশা করছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর