সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

রাজবাড়ীতে সংঘর্ষে আসামি ২৭০০

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে দুই মামলায় ১১৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ২ হাজার ৭০০ জনকে আসামি করা হয়েছে। গত শনিবার দিবাগত রাতে রাজবাড়ী সদর থানায় একটি ও রাজবাড়ী রেলওয়ে থানায় অপর আরেকটি মামলা হয়েছে। এসব মামলায় পুলিশ ২৮ জনকে গ্রেফতার করেছে।

বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত শনিবার দুপুরে রাজবাড়ী জেলার বিএনপির সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ও নাসিরুল হক সাবু গ্রুপ আনন্দ শোভযাত্রা বের করে জেলা প্রশাসক কার্যালয়ে প্রবেশপথে সরকারি বিভিন্ন প্রচারপত্র ও আওয়ামী লীগের তোরণ ভাঙচুর করায় এ মামলা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, রাজবাড়ী রেলস্টেশন ভাঙচুর ও রেলওয়ে পুলিশের ওপর হামলার ঘটনায় উপ-পরিদর্শক বিধান চন্দ্র বাদী হয়ে এজাহার নামীয় পাঁচজনকে আসামি করা হয়েছে। এই মামলায় ৪৫০ থেকে ৫০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। অন্যদিকে রাজবাড়ী সদর থানায় উপ-পরিদর্শক সোহেল রানা বাদী হয়ে এজাহার নামীয় ১১১ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেন। এই মামলায় ২ হাজার থেকে ২ হাজার ২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এরমধ্যে জেলা বিএনপির সাবেক সভাপতি  ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ও রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য নাসিরুল হক সাবুও আসামি রয়েছেন।

সর্বশেষ খবর