সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের রৌমারী উপজেলার বেহুলার চর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া গুলিতে এক বাংলাদেশি নিহতের অভিযোগ উঠেছে। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে  শৌলমারী ইউনিয়নের বেহুলারচর সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত মানিক মিয়া উপজেলার শৌলমারী ইউনিয়নের বেহুলারচর গ্রামের আবদুল বাতেনের ছেলে।

তারা জানান, শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মানিক মিয়াসহ কয়েকজনের একটি চোরাকারবারি দল গরু পাচারের জন্য ভারতীয় সীমানায় যায়। তাদের উপস্থিতি টের পেয়ে ভারতের ৪৫-ব্যাটালিয়নের কুচনিমারা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়েন।  এ সময় মানিক মিয়ার বুকের ডানদিকে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এরপরে তার সঙ্গীরা লাশ উদ্ধার করে গোপনে দাফনের চেষ্টা করেন কিন্তু গতকাল দুপুরের দিকে খবর পেয়ে রৌমারী থানা পুলিশ মানিকের লাশ থানায় নিয়ে যায়। রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপ কুমার সরকার বলেন, বন্দবেড় ইউনিয়নের বাঞ্ছারচর এলাকার মোতালেবের বাড়ি থেকে বেহুলারচর এলাকার মানিক মিয়ার লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বুকের ডানদিকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া গেছে। লাশ ময়নাতদন্ত করতে কুড়িগ্রাম হাসপাতাল মর্গে পাঠানো হবে।

সর্বশেষ খবর