মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

টাকাকে সাপোর্ট দিতে হবে

ড. আহসান এইচ মনসুর

টাকাকে সাপোর্ট দিতে হবে

গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর বলেছেন, ডলার সংকট কাটাতে টাকাকে সাপোর্ট দেওয়ার জন্য সুদহার বাড়াতে হবে। বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ড. আহসান এইচ মনসুর বলেন, ডলারের একাধিক রেট হতে পারে না। আমদানিতে এক রেট, রেমিট্যান্স ও রপ্তানিতে এক রেট আবার কার্ব মার্কেটে আরেক রেট- এটা হতে পারে না। ডলারের বিনিময় হার বাজারভিত্তিক করতে হবে। বাজারভিত্তিক না করার ফলে ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় বাড়ছে না। প্রবাসী আয়ে ব্যাংক যে রেট দিচ্ছে এর চেয়ে ১৫-২০ টাকা বেশি দিচ্ছেন হুন্ডি ব্যবসায়ীরা। এসব বন্ধ করতে হলে ডলারের বিনিময় হার বাজারভিত্তিক করতে হবে। বাজারভিত্তিক করার জন্য টাকাকে সাপোর্ট দিতে হবে। টাকাকে সাপোর্ট দিতে সুদহার বাড়াতে হবে। তিনি বলেন, একই সঙ্গে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পতন বন্ধ করতে হবে। অর্থনৈতিক ঘাটতি কমাতে সরকারের ব্যয় কমিয়ে আনতে হবে। টাকা ছাপানো বন্ধ করতে হবে। এগুলো দরকার। এখন ব্যাংক ও কার্ব মার্কেটে ডলারের বিনিময় হারের ব্যবধান অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি। পরিস্থিতি কতখানি খারাপ হবে কে জানে। আমরাও তো ভাবিনি ৮৫ টাকার ডলার ১২০ টাকা হবে। নীতি ঠিক না থাকলে, টাকা পাচার হলে, রাজনৈতিক অস্থিরতা থাকলে, ব্যাংকগুলোর সর্বনাশ করলে এ অবস্থা তো হবেই।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর