শিরোনাম
বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

চুরির অভিযোগ গণপিটুনিতে যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সিঁধ কেটে চুরির অভিযোগে গণপিটুনিতে বজলু মিয়া নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় সুজন নামে আরেক যুবক গুরুতর আহত হন। গতকাল মধ্যরাতে জেলার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের লোপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বজলু মিয়া ওই গ্রামের আলী আফজাল ও আহত সুজন শফিকুল ইসলামের ছেলে। তবে নিহতের পরিবারের দাবি, পূর্ব বিরোধের জেরে বাড়ি থেকে তুলে নিয়ে তারা বজলু মিয়াকে চুরির অপবাদ দিয়ে পিটিয়ে হত্যা করেছে।

স্থানীয়দের বরাত দিয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, মধ্যরাতে লোপাড়া গ্রামে আলফাজ মিয়ার বাড়িতে চোর সন্দেহে দুজনকে আটক করে বাড়ির লোকজন স্থানীয়দের খবর দেয়। পরে চুরির অভিযোগ এনে বজলু ও সুজনকে গণপিটুনি দেয়। এতে বজলু ঘটনাস্থলেই মারা যান। এ ছাড়া সুজনকে গুরুতর আহতাবস্থায় সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বজলুর বড় ভাই নোয়াব মিয়া জানান, পূর্ব বিরোধের জেরে বাড়ি থেকে তুলে নিয়ে তারা বজলু মিয়াকে চুরির অপবাদ দিয়ে হত্যা করেছে। এ সময় তিনি তার ভাইয়ের হত্যাকারীদের বিচার দাবি করেন।

সর্বশেষ খবর