বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

হাত-পা বেঁধে যুবককে লাঠিপেটার ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জ প্রতিনিধি

উচ্চ শব্দে গান বাজিয়ে হাত-পা বেঁধে যুবককে লাঠিপেটার ভিডিও ভাইরাল হয়েছে। অসহায় ওই যুবক বারবার ক্ষমা চাইলেও নির্যাতনকারীদের দয়া হয়নি। কয়েকজন মিলে হাত-পা চেপে ধরে ওই যুবককে পেটাচ্ছে আর পেটাচ্ছে। অভিযোগ উঠেছে, ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জ ফতুল্লার পাগলা নয়ামাটি এলাকার ‘চাঁদের আলো’ নামে একটি মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রে। মারধর ও নির্যাতনের ১ মিনিট ২৬ সেকেন্ডের ওই ভিডিও ফুটেজ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে পুনর্বাসন কেন্দ্রের মালিক মো. আক্তারুজ্জামান পাটোয়ারী গণমাধ্যমকে জানান, প্রতিষ্ঠানটি চালুর পর থেকে কিছু লোক আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলছে। তারাই হয়তো আমার ছবি লাগিয়ে ভিডিওটি এডিটিং করে ছেড়ে দিয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস থেকে ২০২২ সালে অনুমোদন নিয়ে ফতুল্লার পাগলা নয়ামাটি এলাকায় চালু করা হয় ‘চাঁদের আলো’ মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রটি। প্রতিষ্ঠানটির ভিতরের পরিবেশ নিরিবিলি হওয়ায় অনেকেই মাদকাসক্তি থেকে মুক্তির জন্য চিকিৎসা নিতে এখানে আসেন। স্থানীয়রা জানান, আক্তারুজ্জামান এক সময় মাদকসেবন করতেন। তিনি মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসা নিয়ে এখন সুস্থ জীবনযাপন করছেন। সুস্থ হয়ে ফিরে অন্যদের সুস্থ করার উদ্দেশ্যে তিনি নিজ এলাকায় ‘চাঁদের আলো’ নামে মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রটি চালু করেছেন। ফতুল্লা মডেল থানার ওসি শেখ নূরে আযম জানান, তিনি এখনো ভিডিওটি দেখিনি। অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

সর্বশেষ খবর