বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

মোটরবাইককে টেনেহিঁচড়ে নিল ট্রাক, যুবক নিহত

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের দিনাজপুর শহরের নিমনগর ফুলবাড়ী বাসস্ট্যন্ড এলাকায় মোটরবাইককে টেনেহিঁচড়ে ১৫০ গজ দূরে নিয়ে গেল ট্রাক। ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী মানিক হোসেন নিহত হয়েছেন।

বাসস্ট্যান্ড এলাকায় একটি ইজিবাইকের সঙ্গে ধাক্কা লেগে মানিক হোসেন একই দিক থেকে আসা মালবাহী ট্রাকের নিচে আটকা পড়ে, ওই ট্রাক ১৫০ গজ দূরে তাকে টেনেহিঁচড়ে নিয়ে যায় এবং তার এক পা বিচ্ছিন্ন হয়। গত মঙ্গলবার  দিবাগত রাত ৮টার দিকে ওই মহাসড়কের দিনাজপুর শহরের নিমনগর ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত মানিক হোসেন দিনাজপুর পৌর এলাকার উপশহরের ৮ নম্বর ব্লকের আবদুস সামাদের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, মানিক হোসেনসহ তিন বন্ধু মিলে মোটরসাইকেলে দিনাজপুর শহরের নিমনগর ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকা পার হচ্ছিলেন। এ সময় একটি ইজিবাইকের সঙ্গে ধাক্কা লেগে একই দিক থেকে আসা ঢাকাগামী পাথরবাহী ১০ চাকার ট্রাকের নিচে পড়ে যায়। এতে ট্রাকের নিচে পড়ে আটকা পড়ে ১৫০ গজ দূরে টেনেহিঁচড়ে নিয়ে যায় এবং তার এক পা বিচ্ছিন্ন হয়ে যায়। অন্য দুজন ছিটকে অন্যদিকে পড়ে যায়। মানিকের একটি পা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহতদের মধ্যে একজনকে দিনাজপুরের এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কিছু সময় ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) গোলাম মওলা বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাকটিকে আটক করে থানায় নেওয়া হয়েছে। চালক-হেলপার পলাতক রয়েছে।

সর্বশেষ খবর