বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

জাতিসংঘের চার দফায় শান্তি সমৃদ্ধি অগ্রগতি টেকসই বিশ্ব

লাবলু আনসার, যুক্তরাষ্ট্র

জাতিসংঘের ৭৮তম সাধারণ অধিবেশনের উদ্বোধনী বক্তব্যে নবাগত প্রেসিডেন্ট ডেনিস ফ্র্যান্সিস তাঁর চার দফা অগ্রাধিকারের বিবরণী দিয়ে এর সঙ্গে সারা বিশ্বের ঐক্য কামনা করেছেন। ৫ সেপ্টেম্বর প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পরই তিনি জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহের প্রতি সম্মিলিত পদক্ষেপকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। তিনি জানান, তাঁর অগ্রাধিকারের চার দফা হচ্ছে শান্তি, সমৃদ্ধি, অগ্রগতি এবং টেকসই।

ডেনিস ফ্র্যান্সিস উল্লেখ করেন, জটিল পরিস্থিতির মুখে নিপতিত হয়েছে বিশ্ব। এর অন্যতম হচ্ছে জলবায়ু পরিবর্তন, দ্বন্দ্ব-সংঘাত, দারিদ্র্য। এসব চ্যালেঞ্জ শান্তি প্রক্রিয়াকে অসম্ভব করে তুলেছে। অপরদিকে ভূরাজনৈতিক বিভাজন বহুপক্ষীয় ব্যবস্থার প্রতি সন্দেহের জন্ম দিয়েছে। প্রেসিডেন্ট ডেনিস বলেন, জাতিসংঘের প্রধান ও গুরুত্বপূর্ণ নীতিনির্ধারক সংস্থা হিসেবে সাধারণ পরিষদ এই বিশেষ দায়িত্ব বহন করে যে, আমাদের প্রচেষ্টাকে অবশ্যই একটি শক্তিশালী বহুপক্ষীয় ব্যবস্থায় নোঙর করতে হবে, যা জাতিসংঘের সনদের অন্তর্ভুক্ত লালিত মূল্যবোধ ও নীতির প্রতি বিশ্বস্ত হবে। এই পটভূমিতে তিনি ভেটো প্রয়োগের বিষয়ে স্বচ্ছতা এবং জবাবদিহিতার একটি পদক্ষেপ হিসেবে অ্যাসেম্বলির নিরাপত্তা পরিষদের ভেটো প্রদানের প্রক্রিয়া উপস্থাপন করেন। ডেনিস ফ্র্যান্সিস বলেন, আমাদের অবশ্যই জলবায়ু অর্থায়নকে আরও সহজলভ্য, আরও অ্যাক্সেসযোগ্য এবং আরও সাশ্রয়ী করে পরিচ্ছন্ন শক্তির রূপান্তরকে ত্বরান্বিত করতে হবে। এ সময় বিদায়ী প্রেসিডেন্ট কসেবা করোসি জাতিসংঘের তিনটি স্তম্ভের কথা স্মরণ করেন। সেগুলো হলো শান্তি এবং নিরাপত্তা, উন্নয়ন এবং মানবাধিকার। সাধারণ অধিবেশন হলে ৭৮তম সাধারণ অধিবেশন শুরুর আগে ৭৭তম অধিবেশনের সমাপনী বক্তব্য দেন মহাসচিবের পক্ষে ডেপুটি সেক্রেটারি জেনারেল আমিনা মোহাম্মদ।

সর্বশেষ খবর