বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

রোহিঙ্গা প্রত্যাবাসন শিগগিরই শুরুর আশা জান্তাপ্রধানের

কূটনৈতিক প্রতিবেদক

বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের প্রত্যাবাসন শিগগিরই শুরু করার আগ্রহ প্রকাশ করেছেন মিয়ানমারের জান্তাপ্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং। গতকাল নেপিডোতে প্রেসিডেন্ট ভবনে মিয়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূত মনোয়ার হোসেনকে তিনি ওই আগ্রহের কথা জানান।

মিন অং হ্লাইং মিয়ানমারের রাষ্ট্রীয় প্রশাসনিক কাউন্সিলের চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তার কাছে বাংলাদেশের রাষ্ট্রদূত মনোয়ার হোসেন আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র পেশ করেন। মিয়ানমারে বাংলাদেশ দূতাবাস জানায়, পরিচয়পত্র গ্রহণ করে চেয়ারম্যান মিন অং হ্লাইং বাংলাদেশের রাষ্ট্রদূতকে আলোচনার জন্য আমন্ত্রণ জানান। বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের (রোহিঙ্গাদের) প্রত্যাবাসন, বাণিজ্য সম্পর্ক, আকাশ, স্থল ও নৌপথে যোগাযোগ বৃদ্ধি, মানব পাচার, মাদক পাচার, অস্ত্র চোরাচালানসহ প্রথাগত ও অপ্রথাগত নিরাপত্তা সহযোগিতা, সামরিক সহযোগিতা, জনযোগাযোগ বৃদ্ধিসহ দ্বিপক্ষীয় সম্পর্কের সব বিষয়ে তারা আলোচনা করেছেন।

সর্বশেষ খবর