শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

তিতাসে নৌকাবাইচ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

তিতাসে নৌকাবাইচ

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে গতকাল গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা হয়েছে। এ সময় ছলাতছলাত শব্দে গর্জে ওঠে সুন্দইরা মাঝির বৈঠা। উৎসবে মাতোয়ারা তিতাস তীর। যে জন্য সারা বছর অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন ব্রাহ্মণবাড়িয়াবাসী। এতে শামিল হতে সকাল থেকেই তিতাসপাড়ে ভিড় করতে থাকেন দর্শক। তিতাসের বুকে পড়ন্ত বিকালে এ নৌকাবাইচ দেখতে ভিড় করেন অর্ধ লক্ষাধিক মানুষ। শহরের যান্ত্রিক কোলাহল আর অপসংস্কৃতির আড়ালে দিন দিন হারাতে বসেছে বাঙালির প্রাণের এ উৎসব আর সংস্কৃতি। তবুও যেটুকু টিকে আছে, তাতেই খুশি সহজ-সরল মানুষ। এ উপলক্ষে শহরজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। ভাদ্রের তপ্ত দুপুর গড়ানোর আগেই জেলার বিভিন্ন অঞ্চল থেকে ছোট-বড় নৌকা নিয়ে উৎসাহী দর্শকরা নদীর দুই পাড়ে হাজির হতে থাকেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর