শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

যুগ্মসচিবদের পদায়ন আগের দায়িত্বেই

নিজস্ব প্রতিবেদক

যুগ্মসচিব পদে পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের পদায়ন করেছে সরকার। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের পূর্বের দায়িত্ব পালন করা স্থানে রেখেই আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গতকাল যুগ্মসচিবদের পদায়ন করে মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপন জারি করে। পদায়ন হওয়া কর্মকর্তারা আগের দায়িত্বেই থাকছেন। বিভিন্ন বিভাগীয় কার্যালয়ে অতিরিক্ত বিভাগীয় কমিশনার হিসেবে ১০ জন, বিভিন্ন মন্ত্রী, প্রতিমন্ত্রীর একান্ত সচিব হিসেবে ১১ জন এবং অন্যদেরও আগের দায়িত্বেই রাখা হয়েছে। গত সোমবার রাতে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাস ও হাইকমিশনে কর্মরত কর্মকর্তাসহ ২২১ জন উপসচিব ও সমপদমর্যাদার কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে যুগ্মসচিব করে সরকার। পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছিল। বিসিএস ২০ ব্যাচ, ২১ ব্যাচ ও নিয়মিত ব্যাচ হিসেবে ২২তম ব্যাচের কর্মকর্তাদের পদোন্নতি দেওয়া হয়।

সর্বশেষ খবর