শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

রাতের শাটলে আহত ১৫ শিক্ষার্থী, উপাচার্যের বাসায় ভাংচুর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

রাতের শাটল ট্রেনের ছাদে চড়ে ক্যাম্পাসে ফেরার সময় গাছের সঙ্গে ধাক্কা লেগে ১৫ শিক্ষার্থী আহত হয়েছেন। এর মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। গত রাত পৌনে ৯টার দিকে ক্যাম্পাসগামী রাতের শাটল ট্রেনে চৌধুরীহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফতেয়াবাদ স্টেশনে ট্রেন থামলে আট শিক্ষার্থীকে গুরুতর আহত অবস্থায় ছাদ থেকে নামিয়ে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্বহীনতার কারণে বারবার এ ধরনের দুর্ঘটনা ঘটছে দাবি করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ফটক অবরুদ্ধ করে অবস্থান নিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। শাটলে পর্যাপ্ত আসন না থাকায় ছাদে চড়ে যাতায়াত করতে হয় বলে জানান তারা। গত রাত সোয়া ১১টার দিকে উপাচার্যের বাসভবন ও স্থানীয় পুলিশ ফাঁড়িতে ভাঙচুর চালানো হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত রাত সাড়ে ১১টার দিকে সাধারণ শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে আগুন জ্বালিয়ে অবস্থান করছিলেন। রাত সোয়া ১০টার পর থেকে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় তারা উপাচার্যের পদত্যাগ চেয়ে বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষুব্ধ শিক্ষার্থী সিফাত বলেন, শাটলে শিক্ষার্থীরা প্রতিনিয়ত গাদাগাদি করে চলাফেরা করেন। শিক্ষার্থীরা বারবার প্রশাসনকে জানালেও এ বিষয়ে কখনোই ব্যবস্থা নেওয়া হয়নি। বাধ্য হয়ে শিক্ষার্থীরা ছাদে যাতায়াত করেন।

সর্বশেষ খবর