শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা
অষ্টম কলাম

চাঁদপুরে ইলিশের সরবরাহ বৃদ্ধি পেলেও দাম বেশি

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরে ইলিশের সরবরাহ বৃদ্ধি পেলেও দাম বেশি

চাঁদপুরে বড়স্টেশন মৎস্য আড়তগুলোতে ইলিশের সরবরাহ বৃদ্ধি পেলেও দাম একটু বেশি। ক্রেতারা বলছেন, দূর থেকে ইলিশের দাম কম শোনা গেলেও বাস্তবে এখানে ঠিক উল্টো। অপরদিকে আড়তদাররা বলছেন, মাছ ঘাটে ইলিশের সরবরাহ আশানুরুপ বৃদ্ধি পেলে পূর্বের লোকসান কিছুটা কাটিয়ে ওঠা সম্ভব হবে। তবে সেপ্টেম্বর-অক্টোবরে প্রজনন মৌসুমে জেলেদের জালে ইলিশ ধরা পড়া শুরু করেছে। এতে করে ইলিশের দাম ক্রেতাদের নাগালে চলে আসবে বলে মনে করেন মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা। মৎস্য বিভাগের তথ্যে চাঁদপুরে ছোট বড় মিলিয়ে দেড় শতাধিক মৎস্য আড়ত রয়েছে। ইতোমধ্যে টানা বৃষ্টিপাতে দেশের বিভিন্ন মৎস্য অবতরণ কেন্দ্রগুলোতে ইলিশের সরবরাহ বৃদ্ধি পেতে শুরু করেছে। চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্রেও গত ২/৩ দিনে ইলিশের সরবরাহ বৃদ্ধি পেয়েছে। চাঁদপুরে সবচেয়ে বড় মৎস্য অবতরণ কেন্দ্র বড়স্টেশন পাইকারি মৎস্য আড়ত। এখানে প্রতিদিন হাতিয়া, সন্দ্বীপ, চর আলেকজান্ডার, ভোলা, বরিশাল, পটুয়াখালীসহ সাগর উপকূলীয় অঞ্চল থেকে জেলেরা বেশি দামের আশায় ইলিশ নিয়ে এ ঘাটে আসছে। সেই ইলিশ চাঁদপুর মাছঘাট ঘুরে সিলেট, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়ীয়া, কুমিল্লাসহ বড় বাজারগুলোতে চলে যায়। প্রতিদিন গড়ে দুই থেকে তিন হাজার মণ ইলিশ এ ঘাটে সরবরাহ হচ্ছে। ইলিশের সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে রয়েছে নানাবিধ প্রতিক্রিয়া। তবে পদ্মা-মেঘনা নদীর ইলিশের সরবরাহ অনেক কম, তাই দাম একটু বেশি। ক্রেতা মো. শরীফ হোসেন ও মুজিবুর রহমান বলেন , চাঁদপুরে ইলিশের দাম কম জানতে পেরে এসেছি। বাস্তবে এসে দেখছি ভিন্ন চিত্র। যেহেতু মাছ কিনব তাই, ৫শ’ থেকে ৬শ’ গ্রামের ইলিশ ৮শ’ টাকা এবং ১ কেজি সাইজের ইলিশ ১৭শ’ টাকায় কিনেছি। আড়ত ব্যবসায়ী হাজী আ. মালেক খন্দকার বলেন, ইলিশের সরবরাহ পূর্বের চাইতে বৃদ্ধি পেয়েছে। তবে সরবরাহ আরও বৃদ্ধি পেলে পূর্বের লোকসান কিছুটা কাটিয়ে ওঠা সম্ভব হবে। বর্তমানে পাইকারি দেড় কেজি সাইজের ইলিশ বিক্রি হচ্ছে ১৮০০ থেকে দুই হাজার টাকা, ১ কেজি থেকে ১৩০০ গ্রাম বিক্রি হচ্ছে ১৫০০ থেকে ১৭০০ টাকা কেজি দরে, ৮০০ থেকে ৯০০ গ্রাম ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১২০০ টাকা কেজি দরে, আর ৫০০ থেকে ৬০০ গ্রাম ইলিশ বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৮০০ টাকা কেজি দরে। তবে চাঁদপুরে স্থানীয় পদ্মা-মেঘনার ইলিশের দাম আকার ভেদে প্রতি কেজি দেড়শ’ থেকে ২০০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। চাঁদপুর মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আশরাফুল আলম বলেন, টানা বৃষ্টিপাত ও নদীতে পানির স্রোত বাড়ার ফলে চাঁদপুরসহ বিভিন্ন মৎস্য অবতরণ কেন্দ্রগুলোতে ইলিশের সরবরাহ বৃদ্ধি পেলেও দাম একটু চড়া। আশা করছি সহসাই ইলিশের দাম ক্রেতাদের নাগালের মধ্যে চলে আসবে।

 

 

সর্বশেষ খবর