শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

বাবলা গাছে বাবুই পাখির বাসা

ঝিনাইদহ প্রতিনিধি

বাবলা গাছে বাবুই পাখির বাসা

ঝিনাইদহ সদর উপজেলার ফকিরাবাদ ইলিয়াস হোসেন সড়কের পাশের একটি বাবলা গাছে বাবুই পাখির বাসা দৃষ্টি কাড়ছে পথচারীদের। এই বাসা দেখতে শহর থেকে প্রতিদিন অনেকে আসছেন। কেউ ছবি তুলছেন, কেউবা ভিডিও ধারণ করে নিয়ে যাচ্ছেন। বিষয়টি নিয়ে এলাকায় মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে কৌতূহল।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ঝিনাইদহ শাখার আহ্বায়ক     ও সাবেক অধ্যক্ষ খোন্দকার হাফিজ ফারুক বলেন, বাবলা গাছে বাবুই পাখির বাসা সচরাচর দেখা যায় না। এখানে এটা বিরল দৃশ্য, বাবলা গাছে বাবুই পাখি বাসা বাঁধছে। পাখিগুলো যতদিন ওই গাছটিতে থাকবে ততদিন আমাদের নজর রাখতে হবে, যাতে তাদের বসবাসের জন্য কোনো বাধা সৃষ্টি না হয়। পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক শ্রীরুপ মুজুমদার বলেন, বাবুই পাখি জীববৈচিত্র্যের একটি উপাদান। পাখি না থাকলে বাস্তুসংস্থানে বিরূপ প্রভাব পড়বে। নানা কারণে গাছ নিধন করা হচ্ছে। এ ক্ষেত্রে সতর্ক হতে হবে। গণসচেতনতা বাড়াতে হবে।

সর্বশেষ খবর