রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

বিনিয়োগ সুবিধার শীর্ষে বাংলাদেশ

বাংলাদেশ-চায়না চেম্বারের সেমিনারে বিডা, ১ ডলার বিনিয়োগে ১৬ ডলার রিটার্ন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব বলেছেন, যেসব দেশে বিনিয়োগের ঝুঁকি কম এবং সুবিধা বেশি, এমন দেশের তালিকায় এক নম্বরে রয়েছে বাংলাদেশ। লন্ডনের দ্য ইকোনমিস্ট পত্রিকায় প্রকাশিত দ্য ফিউচার অব চাইনিজ ইনভেস্টরস শীর্ষক রিপোর্টের বরাত দিয়ে তিনি এ কথা বলেন। গতকাল রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে স্টেকহোল্ডার কনসালটেশন উইথ চাইনিজ ইনভেস্টরস : চ্যালেঞ্জেস, এক্সপেকটেশনস অ্যান্ড প্রসপেক্টস’ শিরোনামে সেমিনারে তিনি এসব কথা বলেন। বাংলাদেশের চীন দূতাবাস ও বাংলাদেশ-চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিসিআই) এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিডার নির্বাহী সদস্য অভিজিত চৌধুরী, বিসিসিসিআই সভাপতি গাজী গোলাম মরতুজা, বিসিসিসিআই সেক্রেটারি জেনারেল আল মামুন মৃধা, বাংলাদেশে নিযুক্ত চীনের কমার্শিয়াল কাউন্সিলার সং ইয়াং, এনবিআরের কাস্টমস ভ্যালুয়েশন অ্যান্ড রিওয়ার্ডের ফাস্ট সেক্রেটারি খন্দকার নজরুল হক, বাংলাদেশ ব্যাংকের যুগ্মপরিচালক আব্দুল্লাহ আল মামুন।

শাহ মোহাম্মদ মাহবুব বলেন, চীনের বিনিয়োগ পাওয়ার ক্ষেত্রে বর্তমানে বাংলাদেশের অবস্থান ১২তম। ২০১৩ সালে বাংলাদেশের অবস্থান ছিল ৫২তম। এতেই প্রমাণিত হয়, চীনের বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী। আমাদের রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (ইপিজেড) এক ডলার বিনিয়োগ করলে ১৬ ডলার রিটার্ন পাওয়া যায়।

সেমিনারে বাংলাদেশে বিনিয়োগ পরিস্থিতি নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন শাহ মোহাম্মদ মাহবুব। তিনি বলেন, কোনো একটি দেশে বিনিয়োগের জন্য সবচেয়ে বেশি দরকার রাজনৈতিক স্থিতিশীলতা, কর অব্যাহতি ও অন্যান্য সুবিধা, যার সবকিছু বাংলাদেশে রয়েছে। ২০৪০ সালে উন্নত দেশ হতে বাংলাদেশের অবকাঠামো খাতে ৬০ হাজার ৮০০ কোটি ডলার বিনিয়োগ প্রয়োজন। বাংলাদেশে মোট বিদেশি বিনিয়োগের ৭০ দশমিক ৪২ পুনর্বিনিয়োগ। অর্থাৎ এখানে যেসব বিদেশি উদ্যোক্তা ব্যবসা করছেন, যা মুনাফা হচ্ছে তা পুনর্বিনিয়োগ করছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর