শিরোনাম
রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

হাজিরা দিতে গিয়ে আদালতের কম্পিউটার চুরি

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় মাদক মামলায় হাজিরা দিতে গিয়েছিলেন আসামি নাদিম মোল্লা (২৬)। হাজিরা দিতে দেরি হওয়ায় বিক্ষিপ্ত ঘোরাঘুরি করার সময় তার নজরে আসে আদালত ভবনের ১০ তলায় সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের অফিস কক্ষের কম্পিউটার ও প্রিন্টার। ওই স্থান কিছুটা নিরিবিলি হওয়ায় চুরির পরিকল্পনা করে নাদিম। তিন দিন পর বিকালে অফিস কক্ষের দরজা ভেঙে মনিটর, সিপিইউ, প্রিন্টার, মাউস, কিবোর্ড বস্তায় ভরে পালিয়ে যায়। পরে দৌলতপুরের পাবলায় এগুলো বিক্রি করে দেয় নাদিম। গোপন সংবাদের ভিত্তিতে মহানগর ডিবি পুলিশ চুরি হওয়া এসব মালামাল উদ্ধার ও নাদিম মোল্লাসহ চারজনকে গ্রেফতার করেছে। গতকাল তাদের জেলহাজতে পাঠানো হয়। খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ডিবি) বি এম নুরুজ্জামান জানান, ২০২২ সালের ১৪ ডিসেম্বর এ চুরির ঘটনা ঘটে। খুলনা দিঘলিয়ার মফিজুল মোল্লার ছেলে নাদিম মোল্লা মাদক মামলায় হাজিরা দিতে গিয়ে আদালত কক্ষের কম্পিউটার, প্রিন্টার চুরির পরিকল্পনা করেন। বিকালে সবাই যখন অফিস কক্ষ ত্যাগ করেন তখন সে কক্ষের দরজা ভেঙে কম্পিউটারসহ মালামাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় সদর থানায় মামলা হয়। তিনি বলেন, চুরির ঘটনায় কয়েকজনকে আটকের পর জিজ্ঞাসাবাদে নাদিমের সন্ধান পায় পুলিশ। তাকে আটকের পর জিজ্ঞাসাবাদ করলে চুরির কথা স্বীকার করে। অভিযানে চোরাই মালামাল উদ্ধার ও নাদিম মোল্লাসহ তার তিন সহযোগী ইমামুল, জয় শীল ও আমিনুরকে গ্রেফতার করা হয়।

সর্বশেষ খবর