শিরোনাম
সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

নানকার পালা

সাংস্কৃতিক প্রতিবেদক

নানকার পালা

শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হয়েছে আরণ্যক নাট্যদলের নাটক নানকার পালা। গতকাল সন্ধ্যায় মঞ্চায়ন হয় নাটকটি। বিভিন্ন চরিত্রে অভিনয় করেন আরণ্যকের নিয়মিত নাট্যকর্মীরা। নান শব্দের অর্থ রুটি, আর নানকার হলো রুটি দিয়ে কেনা গোলাম। নানকাররা মূলত এক ধরনের ভূমিদাস। সামান্য এক টুকরো জমির বিনিময়ে তারা সামন্ত প্রভুর আজ্ঞা পালনে বাধ্য থাকতেন। নানকার অতি প্রাচীন সম্প্রদায়। চলতি শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত নানকার প্রথা ছিল বাংলাদেশের উত্তর-পূর্ব সীমান্তের সিলেট জেলায়। সিলেটে নানকারদের বিদ্রোহের সূচনা হয় মধ্যযুগে। নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে এক নাগাড়ে কয়েক শতাব্দী পার হয়ে অবশেষে তা আমাদের কালে এসে পৌঁছেছে। শতাব্দীপ্রাচীন এ বিদ্রোহের ধারাটি এক প্রবাহমান অখন্ড স্রোত। তাই একে নানকার পালার কাহিনিতে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। নানকার পালা নাটকে জিরাতি কাশেমালী নিজেদের জীবন ও জীবিকার সংগ্রামের ফাঁকে ফাঁকে পালা গানের আকারে নানকারবিদ্রোহের কাহিনি তুলে ধরলে এ কাহিনি জিরাতিদের শোষণের বিরুদ্ধে একজোট হওয়ার চেতনা সঞ্চার করে, জাগ্রত করে আত্মবিশ্বাস। জোতদার গেন্দু মিয়া, শামসু ও খলিলের শোষণের বিরুদ্ধে দাঁড়ানোর দিক্ষা নেয় জিরাতিরা। নানকারদের প্রতিরোধ সংগ্রাম আজও শেষ হয়নি। বিপ্লবে জয়ী হওয়ার কোনো স্বস্তি বাণী নয়, দেশের বর্তমান অবস্থার নির্মমচিত্র তুলে ধরার সঙ্গে নানকারবিদ্রোহের সফল উত্তরাধিকারের গর্ব ও শপথ উচ্চারিত। নানকার পালা নাটক প্রকৃত অর্থেই তাই গণমুখী একটি নাটক।

স্পন্দন নৃত্য গোষ্ঠীর প্রতিষ্ঠাবার্ষিকী : স্পন্দন নৃত্য গোষ্ঠীর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নৃত্যশিল্পী শিবলী মোহাম্মদ ও শামীম আরা নীপাকে সম্মাননা প্রদান করা হয়েছে। এর আগে আয়োজনের শুরুতেই দলীয় নৃত্য পরিবেশন করেন স্পন্দনের শিল্পীরা।  আলোচনার শেষে একক ও দলীয় নৃত্য পরিবেশন করেন সংগঠনের শিল্পীরা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর