শিরোনাম
সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

৯/১১-এর সন্ত্রাসী হামলার ২২ বছর

লাবলু আনসার, যুক্তরাষ্ট্র

৯/১১-এর সন্ত্রাসী হামলার ২২ বছর

যুক্তরাষ্ট্রে ৯/১১ খ্যাত জঘন্যতম সন্ত্রাসী হামলার ২২ বছর পূর্তি আজ। সন্ত্রাসীরা ২০০১ সালের ১১ সেপ্টেম্বর সকালে যাত্রীবাহী ৪ বিমান ছিনতাই করে নিউইয়র্কে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, ভার্জিনিয়ার আর্লিংটন সংলগ্ন পেন্টাগন, পেনসিলভেনিয়ার স্যাঙ্কসভিলেতে হামলে পড়েছিল। এতে নিউইয়র্ক সিটির ডাউন টাউনে টুইন টাওয়ার ধসে পড়ে দুই বিমানের ছিনতাইকারীসহ ২ হাজার ৯৯৬ জনের প্রাণহানি ঘটেছিল। সশস্ত্র ছিনতাইকারীর সবাই ছিল সউদি নাগরিক এবং ওসামা বিন লাদেনের আল-কায়েদার সদস্য। এ দিনটিকে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে স্মরণ করা হবে। গ্রাউন্ড জিরো, পেন্টাগন এবং স্যাঙ্কসভিলেতে এদিন স্মরণ ও শ্রদ্ধাঞ্জলি সমাবেশ হবে। কর্মসূচিতে নিহতদের স্বজনেরাও থাকবেন। প্রসঙ্গত, ওই সন্ত্রাসী হামলায় ছয় বাংলাদেশিসহ ১০২ দেশের নাগরিকও বলি হন। এ ছাড়া আরও হাজারো আহত মানুষ এখনো পঙ্গু হয়ে দিনাতিপাত করছেন। নিহত বাংলাদেশিদের মধ্যে ছিলেন মুক্তাগাছার নূরল হক মিয়া এবং তার স্ত্রী মৌলভীবাজারের শাকিলা ইয়াসমীন, সুনামগঞ্জের সাব্বির আহমেদ, কুমিল্লার মো. শাহজাহান, সিলেটের সালাহউদ্দিন চৌধুরী এবং নোয়াখালীর আবুল কে চৌধুরী। টুইন টাওয়ারে কর্মরত অবস্থায় তারা মারা যান। নিহত দম্পতি নূরল হক মিয়া এবং শাকিলা ইয়াসমীনের স্মরণে নিউইয়র্ক সিটির ব্রুকলিনে তাদের বাসার সম্মুখস্ত অভিংটন এভিনিউর নামকরণ করা হয়েছে ‘শাকিলা ইয়াসমীন অ্যান্ড নূরল হক মিয়া ৯/১১ মেমরিয়্যাল ওয়ে’। এ ছাড়া মৌলভীবাজারে শাকিলা ইয়াসমীন স্মরণে একটি গুচ্ছগ্রাম প্রতিষ্ঠা করেছেন তার বাবা শরিফ চৌধুরী। সেখানে এলাকার গরিবদের পুনর্বাসন করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর