মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

শক্তিশালী অবস্থানে শামীম কবজায় নিতে চায় বিএনপি

শরীয়তপুর প্রতিনিধি

শক্তিশালী অবস্থানে শামীম কবজায় নিতে চায় বিএনপি

শরীয়তপুর-২ (নড়িয়া-ভেদরগঞ্জ) আসনে বইতে শুরু করেছে জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া। বৃহত্তর ফরিদপুরে আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে এ আসনের পরিচিতি রয়েছে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের পুরনো মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে এবার নতুন মুখ যুক্ত হচ্ছেন একজন সাবেক আইজিপি। বিএনপিতেও রয়েছেন একাধিক প্রত্যাশী।

এ আসনের বর্তমান এমপি পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম। তিনি আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জাকসুর সাবেক ভিপি। আগামী নির্বাচনেও তিনি আওয়ামী লীগের শক্তিশালী প্রার্থী। এ ছাড়া এ আসনে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহিদুল হক, আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর, নড়িয়া উপজেলার সাবেক চেয়ারম্যান ও নড়িয়া কলেজের সাবেক অধ্যক্ষ সুলতান মাহমুদ সিমন ও সাবেক ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলীর ছেলে যুবলীগের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ডা. খালেদ শওকত আলী আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী। বিএনপির সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন- জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি শফিকুর রহমান কিরণ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জামাল শরীফ হিরু ও দলীয় নেতা কর্নেল (অব.) এস এম ফয়সাল আহমেদ। আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীরা দাবি করেন, নৌকা প্রতীক যিনি পাবেন তিনিই নির্বাচিত হবেন। অপরদিকে বিএনপির মনোনয়নপ্রত্যাশীরা মনে করেন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে এ আসনটি তারা দখলে নিতে পারবেন। বড় দুটি দল ও জোটের বাইরে অন্য কোনো দল বা জোটের সাংগঠনিক ভিত্তি এ আসনে লক্ষণীয় নয়। আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী এ কে এম এনামুল হক শামীম একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে বিজয়ী হওয়ার পর এলাকার উন্নয়নের পাশাপাশি সাংগঠনিকভাবে দলকে শক্তিশালী করতে ব্যাপক কাজ করে যাচ্ছেন। তিনি ১ হাজার ১০০ কোটি টাকা ব্যয়ে নদী ভাঙনরোধে কাজ করেন। ফলে হাজার হাজার মানুষ নদীভাঙন থেকে মুক্তি পায়। এ ছাড়া জেলার নড়িয়া-২ আসনে রাস্তাঘাট, বিশ্ববিদ্যালয়সহ জেলার উন্নয়নের কাজ করছেন তিনি। এ আসনে রাজনৈতিক কারণে মারামারি খুনোখুনির চিত্র ছিল নিয়মিত। শামীম এমপি হওয়ায় শক্ত হাতে এসব মোকাবিলা করায় মারামারি, খুনখারাবি তেমন একটা চোখে পড়ে না। ডা. খালেদ শওকত ’৭১ ফাউন্ডেশন নামে মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক একটি সংগঠনের প্রতিষ্ঠাতা। কিছুদিন ধরে তিনি এলাকায় বিনামূলে স্বাস্থ্যসেবা দিচ্ছেন এবং গণসংযোগ করছেন। নড়িয়া পৌরসভার মেয়র এবং জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ ও নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন বলেন, এনামূল হক শামীমকে দেশের একজন মডেল নেতা হিসেবে বিবেচনা করা যায়। আসন্ন নির্বাচনে এলাকার উন্নয়ন ও সংগঠনের গতিশীলতার স্বার্থে তাকেই মনোনয় দেওয়া উচিত। বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশী শফিকুর রহমান কিরণ ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির একতরফা নির্বাচনে শরীয়তপুর-৩ আসন থেকে এমপি নির্বাচিত হন। ১৯৯৬ সালের ১২ জুনের বির্নাচনে এবং ২০০১ সালের নির্বাচনে একই আসন থেকে জাতীয় নেতা প্রয়াত আবদুর রাজ্জাকের সঙ্গে নির্বাচন করে সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হন। ২০০৮ সালে বিএনপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে ৮০ হাজারেরও অধিক ভোট পেয়েছিলেন তিনি। আগামী নির্বাচনে এ আসনে দল তাকে মনোনয়ন দেবে বলে তার বিশ্বাস। জেলার উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত এ আসনটি নড়িয়া উপজেলা ও ভেদরগঞ্জ উপজেলার সখীপুর থানা নিয়ে গঠিত। এ আসনে নড়িয়া উপজেলার ১৪টি ইউনিয়ন, একটি পৌরসভা এবং সখীপুর থানার নয়টি ইউনিয়ন রয়েছে।

সর্বশেষ খবর