মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

শিল্পকলায় উত্তরণ

সাংস্কৃতিক প্রতিবেদক

শিল্পকলায় উত্তরণ

বিবেকানন্দ থিয়েটারের প্রযোজনায় শিল্পকলা একাডেমিতে মঞ্চায়ন হলো ভিন্নধারার গল্পের নাটক ‘উত্তরণ’। গতকাল সন্ধ্যায় একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে মঞ্চায়ন হয় নাটকটি। অপূর্ব কুমার কুণ্ডু রচিত নাটকটির নির্দেশনায় ছিলেন শুভাশীষ দত্ত তন্ময়। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেন- শুভাশীষ দত্ত তন্ময়, শান্তনু সাহা, তারকনাথ দাস, অমিতাভ রাজীব, এস এম মাশফিক আহমেদ, এ আর কিবরিয়া, সুমিত চন্দ্র দাস, হিমেল হিমু, রতন মোহন বিশ্বাস, ফাহতিন মাহতাব হক প্রমুখ।

নাটকটি নিয়ে নাট্যকার অপূর্ব কুমার কুণ্ডু বলেন, ‘নাটক উত্তরণ একদল পথভ্রষ্ট মানুষের দিকহীন-দিশাহীন পথে চলার ঘটনা নিয়ে রচিত। এটি পথভ্রষ্ট মানুষকে চোরাপথের অলিগলি এড়িয়ে মর্যাদার রাজপথের যাত্রী হওয়ার অনুপ্রেরণা দেয়, তাদের অনুপ্রাণিত করে নাটকটি।’ নির্দেশক শুভাশীষ দত্ত তন্ময় বলেন, গত ২১ জুলাই নাটক উত্তরণের উদ্বোধনী মঞ্চায়ন দেখে একুশে পদকপ্রাপ্ত ও স্বাধীনতার পদকপ্রাপ্ত নাট্যব্যক্তিত্ব মঞ্চ সারথী আতাউর রহমান বলেছিলেন, ‘উত্তরণ নাটকটি সময়োপযোগী। এ ধরনের নাকট বেশি হওয়া প্রয়োজন। বর্তমান বিশ্ব বাস্তবতায় মানবতার যে ক্ষয়িষ্ণুতা আমরা দেখতি পাচ্ছি সেখানে মানবিক মূল্যবোধের যে অনিবার্য প্রয়োজনীয়তা- তার বহুলাংশ জাগ্রত করার দাবি রাখে নাটকটি। বিনোদন ও জ্ঞানের সমন্বয়ে নাটকটির অধিকতর মঞ্চায়ন প্রয়োজন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর