মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

সহকারী কমিশনারের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ

মেহেরপুর প্রতিনিধি

মুজিবনগরের সহকারী কমিশনার (ভূমি) নাজমুল সাদাত রত্ন আদালতের নির্দেশ অমান্য করে অন্য একজনকে জমি দখল করে দিয়েছে। এ সময় এক নারীসহ চারজনকে পুলিশ দিয়ে নির্যাতন করিয়েছেন। নির্যাতন শেষে তাদের হাতে হ্যান্ডকাফ পরিয়ে উপজেলা পরিষদে নিয়ে এসে ভ্রাম্যমাণ আদালতে সাজা দিয়েছেন। এমন ঘটনা দাবি করে তদন্তসহ সহকারী কমিশনারের বিচার চেয়ে মেহেরপুর জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন জমির মালিক আজিমুদ্দিন। গতকাল সকালে মেহেরপুর জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ জমা দেন তিনি ও তার পরিবার। লিখিত অভিযোগে আজিমদ্দিন জানান, মুজিবনগর উপজেলার সোনাপুর গ্রামের মাঝের পাড়ায় আজিমদ্দিন ও তার পরিবার বংশ পরম্পরায় শত বছর ধরে ২৫ শতক জমিতে বসবাস করে আসেছে। জমিটি সঠিক সময়ে নাম খারিজ না করার কারণে খ তপশিলে অন্তর্ভুক্ত হয়। যা নিয়ে বিজ্ঞ আদালতে মামলা চলমান আছে। এই সুযোগে মজিদ ও অপর দুজন জমি দখলের চেষ্টা করে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে রাস্তার জন্য মামলা করে। মজিদের দাবি যৌক্তিক না হওয়ায় আদালত মামলাটি গত ২৬ এপ্রিল খারিজ করে দেয়। কিন্তু হঠাৎ গত ৭ সেপ্টেম্বর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুস সাদাত রত্ন পুলিশসহ আজিমদ্দিনের বাড়িতে গিয়ে পুলিশ দিয়ে তার পরিবারের ওপর নির্যাতন করে। এ সময় পুলিশ বয়োবৃদ্ধ ফাতেমা খাতুনের গায়ে হাত দেন, বাড়ির পুরুষ সদস্যদের মারধর করে। এর পর হাতে হ্যান্ডকাফ পরিয়ে জোরপূবর্ক গাড়িতে তুলে উপজেলা পরিষদে নিয়ে তিনজনকে ভ্রাম্যমাণ আদালতে স্বপ্রণোদিত হয়ে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ও ১৮৯ ধারায় চার হাজার টাকা জরিমানা করে। তবে নাজমুস সাদাতের দাবি তিনি সব কাজ আইনসম্মতভাবে করেছেন। গ্রামবাসীরা বলেন, এ ঘটনার প্রতিবাদ করতে বা দেখতে এসেছে তাদেরকেই পুলিশ লাঠি দিয়ে পিটিয়েছে। মুজিবনগর সহকারী কমিশনার (ভূমি) বলেন, তিনি যা করেছেন আইন মেনেই করেছেন।

মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার আনিমেস বিশ্বাস বলেন, এটা নিউজের বিষয় নয়, অনেক নিউজ আছে সেগুলো করেন। তবে জেলা প্রশাসক শামীম হাসান ব্যস্ততার কথা বলে এ বিষয়ে কোনো মন্তব্য না দিলেও জেলা প্রশাসন তথ্য ইসেবা শাখা আবেদন পাবার সত্যতা নিশ্চিত করেছে।

সর্বশেষ খবর