বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

ছাত্রলীগের পাঁচ নেতা-কর্মীকে কুপিয়ে জখম

পিরোজপুর প্রতিনিধি

আধিপত্য বিস্তারের জেরে পিরোজপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ সজলের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় সজলের সঙ্গে থাকা ছাত্রলীগের ৫ নেতা-কর্মীকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। অপরদিকে ছাত্রলীগের নেতা-কর্মীরা প্রতিপক্ষের একটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাত পৌনে ৮টার দিকে পিরোজপুর শহরের বলেশ্বর ব্রিজের কাছে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ছাত্রলীগের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে জেলা ছাত্রলীগ গতকাল দুপুরে শহরের সাধনা পুল থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিলাশ চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত এক পথসভায় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল জানায়, কয়েকটি মোটরসাইকেলযোগে সন্ধ্যার পর তারা বলেশ্বর ব্রিজের ওপারে চা পানের জন্য গিয়েছিল। রাত পৌনে ৮টার দিকে শহরে ফেরার পথে বলেশ্বর ব্রিজের ঢালে স্থানীয় মিজান তার লোকজন নিয়ে তাদের ওপর হামলা চালায়। এ সময় মিজানের সঙ্গে ধারালো অস্ত্রসহ ৩০-৪০ জন হামলাকারী ছিল। হামলায় তার সঙ্গে থাকা ৯ জন আহত হয়। আহতদের মধ্যে ইব্রাহিম খান তামিম, রাকিবুল হাসান, ইসা শেখ, লিওন আল জাবির এবং আহমেদ কাফিকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগের বিষয়ে মিজান শেখ জানায়, সন্ধ্যার পরে বলেশ্বর ব্রিজ এলাকায় দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। তিনি এ ঘটনার সঙ্গে জড়িত না থাকলেও তার বাড়িতে সজলের নেতৃত্বে হামলা চালিয়ে ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে। পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবির মো. হোসেন জানান, আধিপত্য বিস্তার নিয়ে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় রকিবুল ইসলাম রকি বাদী হয়ে ১২ জনকে আসামি করে পিরোজপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন।

 

সর্বশেষ খবর