শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

শিল্পকলায় চন্দ্রবিন্দু

সাংস্কৃতিক প্রতিবেদক

শিল্পকলায় চন্দ্রবিন্দু

নৈবেদ্য থিয়েটারের প্রযোজনায় শিল্পকলা একাডেমিতে মঞ্চায়ন হলো নাটক ‘চন্দ্রবিন্দু’। গতকাল সন্ধ্যায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হয় নাটকটি। এটি ছিল দলের তৃতীয় প্রযোজনার ১৯তম প্রদর্শনী। নাটকের গল্প ভাবনা ও নির্দেশনায় ছিলেন রাজীব রেজা। সংলাপ তৈরি করেছেন সালাউদ্দিন আহমেদ মিলটন। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন- এ কিউ এম ফিরোজুল হক, মৃণাল চৌধুরী, রাজীব রেজা, জয়িতা মহলানবিশ, বনানী সাহা, নজরুল ইসলাম, মেহেরান সানজানা, সাদমান, টিপু তালুকদার প্রমুখ। সবার উপরে মানুষ সত্য এই বিষয়কে ধরেই গড়ে উঠেছে এ নাটকের কাহিনী। জাতি, ধর্ম বা জন্ম পরিচয় দিয়ে মানুষ বিবেচ্য নয়। সবার অধিকার প্রতিষ্ঠিত হোক মানুষ হিসেবে। মহাভারতের কর্ণ বা একলব্যকে যুগে যুগেই দেখা যায়। তাদের অধিকার প্রতিষ্ঠার যুদ্ধ চলে এখনো। আর চন্দ্রবিন্দু নিজেকে প্রকাশ করতে প্রয়োজন হয় অন্যের সহযোগিতার। তেমনি মানুষ আর সংসার। তবে সবাইকে তার কাক্সিক্ষত অবলম্বন খুঁজে পায়, আর পেলেও বা কতটুকু অর্থবহ হয়ে ওঠে- তা অনেকটাই এ নাটকে উঠে এসেছে।

বর্তমান সময় থেকে অনেকটা পিছিয়ে গিয়ে চন্দ্র রাজ্যকে পটভূমি করে চন্দ্রবিন্দু নামক চরিত্রসহ বেশ কিছু চরিত্রের মধ্য দিয়ে কালে কালে চলে আসা প্রেম আকাক্সক্ষা মানুষ ও মানবতার যুদ্ধকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে নাটকে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর