শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

ডেঙ্গুতে মারা গেলেন আরও ১১ জন

নিজস্ব প্রতিবেদক

ডেঙ্গু আক্রান্ত হয়ে গতকাল সারা দেশে মারা গেছেন আরও ১১ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৭৭৮ জনে। হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ২ হাজার ৬৬৩ জন। মৃতদের মধ্যে ঢাকায় ছয়জন এবং ঢাকার বাইরে পাঁচজন চিকিৎসাধীন ছিলেন। গতকাল স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া প্রেস বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়। গতকাল ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৯০০ জন ঢাকার এবং ঢাকা শহরের বাইরে ১ হাজার ৭৬৩ জন।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৯ হাজার ৯১৩ জন রোগী ভর্তি আছে। এরমধ্যে ঢাকাতেই ৪ হাজার ৬৬ জন, আর বাকি ৫ হাজার ৮৪৭ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। এ বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১ লাখ ৫৯ হাজার ৮৩৫ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ১ লাখ ৪৯ হাজার ১৪৪ জন। এদিকে, ডেঙ্গু পরিস্থিতিতে চাহিদা বেড়েছে স্যালাইনের। চাহিদা বেড়ে যাওয়ায় দেশের বিভিন্ন স্থানে অতিরিক্তি দামে স্যালাইন বিক্রির অভিযোগ পাওয়া গেছে। এ পরিস্থিতিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক সারা দেশে ফার্মেসিতে অভিযান চালানোর নির্দেশনা দিয়েছেন। গতকাল নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতালের সামনে ওষুধের দোকান মনিটরিং করার সময় ৮৭ টাকার স্যালাইন ৩০০ টাকায় বিক্রি করার অপরাধে ফার্মেসি পয়েন্ট নামে একটি ওষুধের দোকানদারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

সর্বশেষ খবর