সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

বেশি দামে ডিম আলু পিঁয়াজ বিক্রি জরিমানা

নিজস্ব প্রতিবেদক

সরকারের বেঁধে দেওয়া দামে বিক্রি হচ্ছে না ডিম, আলু ও পিঁয়াজ। নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি নিশ্চিত করতে গতকাল তৃতীয় দিনেও রাজধানীসহ সারা দেশে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় ভোক্তা অধিকারের ৩৭টি টিম ৫২টি বাজারে অভিযান চালায়। অভিযানের সময় ৮২ প্রতিষ্ঠানকে ৩ লাখ ৫০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের তথ্যমতে, ঢাকা মহানগরসহ দেশের সব বিভাগ ও জেলা পর্যায়ে আলু, পিঁয়াজ ও ডিমসহ নিত্যপণ্য এবং স্যালাইনের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে বাজারে অভিযান পরিচালনা করা  হয়। এ সময় ঢাকা মহানগরীতে অধিদফতরের তিনটি টিম বাজার অভিযান পরিচালনা করে। এছাড়াও অন্যান্য বিভাগীয় শহরসহ দেশের ৩৫টি জেলায় একযোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ৮২টি প্রতিষ্ঠানকে ৩ লাখ ৫০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

আমাদের জয়পুরহাট প্রতিনিধি জানান, সরকারের বেঁধে দেওয়া দরে আলু বিক্রি না করায় জয়পুরহাটের কালাই পৌরশহরের শিমুলতলী আরবি হিমাগারের তিন ব্যবসায়ীকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। গতকাল কালাই পৌরশহরের শিমুলতলী আরবি হিমাগারে অভিযান পরিচালনা করেন বগুড়া আঞ্চলিক ভোক্তা অধিকারের সহকারী পরিচালক ইফতে খারুল আলম রিজভি। বাজার নিয়ন্ত্রণে প্রথমবারের মতো ১৪ সেপ্টেম্বর তিন কৃষিপণ্যের দাম বেঁধে দিয়েছে সরকার। সেগুলো হলো আলু, দেশি পিঁয়াজ ও ডিম। বেঁধে দেওয়া দাম অনুযায়ী ১৫ সেপ্টেম্বর থেকে প্রতিটি ফার্মের ডিম ১২, আলুর কেজি খুচরা পর্যায়ে ৩৫-৩৬ ও দেশি পিঁয়াজ ৬৪-৬৫ টাকায় বিক্রি করার কথা। কিন্তু ব্যবসায়ীরা বেশি দামে বিক্রি করছেন এসব পণ্য।

সর্বশেষ খবর